Go to full page →

আলাের জন্য কৈফিয়ৎ — ৩৮ MYPBen 139

যুব নর-নারীগণ, ঈশ্বর তােমাদের যে আলাে দিয়েছেন তজ্জন্য তােমাদের জবাব দিতে হবে । এই জ্যোতি এবং এসব সতর্কবাণীর প্রতি যদি আমরা মনােযােগ প্রদান না করি তবে আমাদের বিচারের দায়ে পড়তে হবে। তােমাদের বিপদসমূহ পরিষ্কারভাবে পরীক্ষা করা হয়েছে; তােমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, চারিদিকে প্রহরী নিযুক্ত করা হয়েছে, সতর্কবাণী দ্বারা বেষ্টনী দেয়া হয়েছে। ঈশ্বরের দাসগণ কর্তৃক ঈশ্বরের গৃহে অতীব গুরুগম্ভীর, পবিত্র আত্মার ব্যাখ্যার মাধ্যমে হৃদয় অন্বেষণকারী সত্য উপস্থাপন করা হয়েছে। এই গুরুগম্ভীর আবেদন তােমাদের হৃদয়ে কিরূপ চাপ সৃষ্টি করেছে? এ সব তােমাদের চরিত্রের উপর কিরূপ প্রভাব বিস্তার করেছে? এ সব আবেদন এবং সতর্কবাণীর প্রত্যেকটির জন্য তােমাদের দায়ী হতে হবে। যারা অসারতা, লঘুত্ব ও চপলতা এবং গর্বের জীবন অনুসরণ করে, তাদেরকে দোষী করার জন্য এসব তাদের বিরুদ্ধে উঠে দাড়াবে। MYPBen 139.1

প্রিয় যুব বন্ধুগণ, তােমরা যা কিছু বুনবে, তাই-ই কাটবে। তােমাদের জন্য এখনই বপন করার সময়। তুমি কি ফসল কাটবে? তুমি কি বপন করছ? তুমি যে প্রতিকী কথা উচ্চারণ কর, তুমি যে কাজটি কর, সেটিই বীজ যা হয় ভালাে নচেৎ মন্দ ফল উৎপন্ন করবে, যা পরিণামে বীজ বাপকের কাছে আনন্দ বা দুঃখ বয়ে নিয়ে আসবে। যেমন বীজ বপন করা হবে দ্রুপ ফসল আসবে । ঈশ্বর তােমাকে বৃহৎ জ্যোতি এবং বহু সুযােগ দিয়েছেন। এই জ্যোতি দেবার পর তােমার বিপদসমূহ পরিষ্কাররূপে তােমার সম্মুখে উপস্থাপন করার পর, দায়িত্ব তােমার। যেভাবে তুমি জ্যোতি ব্যবহার কর, যা ঈশ্বর তােমাকে দিয়েছেন, যা হয় সুখ অথবা দুর্দশা নিয়ে আসবে। তুমি তােমার নিজের ভাগ্য নিজেই রচনা করছ। -“ Testimonies for the Church, vol 3, p. 363. MYPBen 139.2