Go to full page →

ঈশ্বরের সঙ্গে সহযােগিতা MYPBen 140

এই যুবকগণ যেমন তাদের নিজেদের মুক্তির জন্য কাজ করে যাচ্ছিল, ঈশ্বর তাদের ইচ্ছার মধ্যে তাঁর উত্তম পরিতুষ্টির সাধনের জন্য কাজ করছিলেন। এখানেই কৃতকার্যতার শর্ত প্রকাশিত হল। ঈশ্বরের অনুগ্রহ আমাদের নিজেদের করে নিতে হলে আমাদের করণীয় আমাদের অবশ্যই করতে হবে। প্রভু আমাদের জন্য আমাদের করণীয় অথবা আমাদের ইচ্ছা সাধন করেন না। আমাদের ইচ্ছা এবং কার্য সাধনে তার অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রাণপণ প্রচেষ্টার একটি বিকল্প হিসেবে দেওয়া হয়নি। সহযােগিতা করার জন্য আমাদের আত্মাকে সক্রিয় হতে হবে। পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করেন যেন আমরা আমাদের নিজেদের পরিত্রাণ কার্যকর করে তুলতে পারি। এটি বাস্তব শিক্ষা যা পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেবার চেষ্টা করছেন। কারণ ঈশ্বরই আপন মঙ্গল সঙ্কল্পের জন্য তােমাদের অন্তরে ইচ্ছা ও কাজ উভয়ের সাধনকারী।” প্রভু তাদের সহযােগিতা করবেন যারা একান্ত ভাবে তার সেবায় বিশ্বস্ত হবার জন্য প্রাণপণ চেষ্টা করে, যেমন তিনি দানিয়েল এবং তার তিন বন্ধুকে সহযােগিতা করেছিলেন। সুরুচি সম্পন্ন মানসিক গুণাবলি এবং নৈতিক চরিত্রের উচ্চ বৈশিষ্ট্য দৈবাৎ ক্রমে আসে না। ঈশ্বর সুযােগ প্রদান করেন; কৃতকার্য নির্ভর করে কিভাবে আমরা তা ব্যবহার করি। দূরদর্শিতার সুযােগের প্রতি যথা সময়ে দৃষ্টি দিতে হবে এবং উৎসুক চিত্তে উপলব্ধি করতে হবে। অনেকে আছেন যারা শক্তিশালী ব্যক্তিত্ব হতে পারে যদি তারা দানিয়েলের মত বিজয়ী হবার জন্য তাদের কাজ করার শক্তি এবং দক্ষতা লাভার্থে ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভর করতে পারে। MYPBen 140.2