Go to full page →

বিশেষ প্রচেষ্টা অপরিহার্য MYPBen 148

ঈশ্বর নিয়ােগ করেছেন—এর অর্থ, যদি আমরা সেগুলাে মনােযােগ এবং প্রার্থনা সহাকরে ব্যবহার করি, তাহলে কোনাে ব্যক্তি বিপদগ্রস্থ হবে না, কিন্তু সামুদ্রিক ঝড় এবং ঝটিকা অতিক্রম করে, অবশেষে স্বর্গীয় পােতাশ্রয়ে শান্তির নগরে নােঙ্গর ফেলবে। কিন্তু যদি আমরা এই নিয়ােগ এবং সুযােগ তুচ্ছ এবং অবহেলা করি, তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য কোনাে অলৌকিক কাজ সাধন করবেন না, আর আমরা হারিয়ে যাব যেমন যিহদা, শয়তান হারিয়ে গিয়েছিল । MYPBen 148.4

মনে করাে না, যে সব দুর্বল আত্মা মন্দকে ভালােবাসে, যারা পাপের অনুশীলন করে তাদের রক্ষা করার জন্য ঈশ্বর অলৌকিক কোনাে কাজ করবেন; অথবা তাদের জীবনে কোনাে অতিপ্রাকৃত শক্তি দেওয়া হবে এবং তাদের জীবন উচ্চ মার্গে স্থাপন করা হবে, যেখানে বিশেষ কোনাে প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়াই, আত্ম-ক্রুশারােপনের প্রয়ােজন ছাড়াই তুলনামূলকভাবে কাজ সহজ হবে; কারণ এটি এমনিতেই হয়ে যাবে- এই ভেবে যারা শয়তানের অধীনে আলস্যে কালক্ষেপণ করে, তারা মন্দ লােকদের সঙ্গে বিনষ্ট হবে। তারা হঠাৎ বিনষ্ট হবে, এর কোনাে প্রতিকার নাই।” - “ Testimonies to Ministers,” p. 453. MYPBen 148.5