Go to full page →

পবিত্র আত্মার নীরব কাজ - ৪২ MYPBen 151

খ্রীষ্টিয়ানের জীবন পুরাতনের কোনাে পরিবর্তন বা উৎকর্ষ সাধন নয়, কিন্তু স্বভাবের রূপান্তর। অহম এবং পাপের মৃত্যু এবং সর্বোপরি একটি নতুন জীবন। এই পরিবর্তন কেবল পবিত্র আত্মার সফল কাজ দ্বারা লাভ করা সম্ভব। MYPBen 151.1

নীকদম তখনও কিংকর্তব্য বিমূঢ়, আর যীশু তার অর্থ বুঝিয়ে দেবার। জন্য বায়ু ব্যবহার করেছিলেন; বায়ু যে দিকে ইচ্ছা করে, সেই দিকে বহে, এবং তুমি তার শব্দ শুনতে পার; কিন্তু কোথা হতে আসে, আর কোথায় চলে যায়, তা জান না; আত্মা হতে জাত প্রত্যেক জন সেই রূপ।” MYPBen 151.2

গাছের শাখার মাঝে বাতাসের শব্দ শােনা যায়, পাতা ও ফুলের মর্মর ধ্বনি সহ নড়তে দেখা যায়; অথচ তা অদৃশ্য থাকে, আর কোনাে মানুষ জানে। , কোথা হতে আসে, আর কোথায় চলে যায়। মানব হৃদয়ে পবিত্র আত্মার কাজ অনুরূপ ভাবে সংঘটিত হয়ে থাকে। বাতাসের গতিবিধি ব্যতীত অন্য কোনাে ভাবে এর অধিকতর উত্তম ব্যাখ্যা প্রদান করা যায় না। এক জন ব্যক্তি সমগ্র পরিবর্তন প্রক্রিয়ার কাল বা স্থান, বা পরিস্থিতিসমূহ বর্ণনা করতে পারে। না; কিন্তু এ দ্বারা প্রমাণিত হয় না যে সেই ব্যক্তি অপরিবর্তিত MYPBen 151.3

বায়ুর ন্যায় অদৃশ্য এক শক্তি দ্বারা খ্রীষ্ট অবিরত মানব হৃদয়ে কাজ করছেন। একটু একটু করে হয়ত গ্রাহকের অজ্ঞাতে এমন ভাবে প্রভাবিত করা হচ্ছে যে, যা তাকে খ্রীষ্টের প্রতি আকৃষ্ট হতে সহায়তা করছে। তার বিষয়। ধ্যান করে, শাস্ত্র পাঠ করে, কিম্বা প্রাণবন্ত প্রচারকের নিকট থেকে বাক্য শ্রবণ করে এ সব করা যেতে পারে। যখন পবিত্র আত্মা অধিকতর প্রত্যক্ষ আবেদন। নিয়ে উপস্থিত হয়, তখন সানন্দে সেই ব্যক্তির আত্মা যীশুর কাছে সমর্পিত হয় । অনেকে একে আকস্মিক পরিবর্তন বলে আখ্যায়িত করে থাকে, কিন্তু বাস্তবিক পক্ষে এটি হচ্ছে ঈশ্বরের আত্মার দীর্ঘকালব্যাপি সনির্বন্ধ মিনতির ফল— একটি ধৈর্যশীল বিলম্বিত প্রক্রিয়া। MYPBen 151.4

বায়ু অদৃশ্য হলেও এর প্রভাব দেখা যায় এবং অনুভব করা যায় । একইভাবে, আত্মার পরিত্রাণ সাধক ক্ষমতা যে ব্যক্তির হৃদয়ে পবিত্র আত্মার কাজ অনুভব করে, তার প্রতিটি কাজের মাধ্যমে আপনি প্রকাশিত হবে । ঈশ্বরের আত্মা যখন হৃদয় সিংহাসনটি অধিকার করেন, তখন এটি জীবনের রূপান্তর সাধন করে। পাপপূর্ণ চিন্তারাশি দূর হয়, মন্দ কাজ সকল পরিত্যাগ করা হয়। ক্রোধ, ঈর্ষা এবং বিবাদের পরিবর্তে তখন প্রেম, নম্রতা এবং শান্তি বিরাজ করে। দুঃখের পরিবর্তে তখন হয় আনন্দ এবং স্বর্গীয় আলাে প্রতিফলিত। যে হাত বােঝা বহন করে তা কেউ দেখে না অথবা উপরিস্থ প্রাঙ্গন হতে যে জ্যোতি নেমে আসে কেউ তা দেখে না। যখন কোনাে ব্যক্তি বিশ্বাসে ঈশ্বরের কাছে সমর্পিত হয়, তখন আশীর্বাদ নেমে আসে। আর তখনই সে শক্তি, যা কোনাে মানব চক্ষু দেখতে পায় না পারে- ঈশ্বরের প্রতিমূর্তিতে এক নতুন সত্ত্বা সৃষ্টি করে। MYPBen 151.5

সসীম মন দ্বারা পরিত্রাণের কাজ বােধগম্য হওয়া অসম্ভব। এর রহস্য মানবিক জ্ঞান, অতীত ছেপে যায়; এ সত্ত্বেও যে ব্যক্তি মৃত্যু অতিক্রম করে জীবনে প্রবেশ করে সে উপলব্ধি করে থাকে যে, এটি ঐশ্বরিক বাস্তবতা। আমরা এই পৃথিবীতে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে মুক্তির সূচনা সম্পর্কে জানতে পারি। কিন্তু এর ফলাফল সমূহ অনন্ত যুগ প্রসারি।” - “ Desire of Ages, ” pp. 172, 173. MYPBen 152.1