Go to full page →

তাঁর প্রেম দ্বারা গঠিত MYPBen 154

মন যখন খ্রীষ্টের উপরে অবস্থান করে, তখন মন ঐশ্বরিক সাদৃশ্যে গঠিত হয়। চিন্তারাশি তাঁর প্রেমের উত্তমতা দ্বারা উত্তমতা পরিব্যাপ্ত হয়। আমরা তাঁর চরিত্র ধ্যান করি, আর এভাবে তিনি আমাদের চিন্তারাশির মধ্যে বিরাজমান। তাঁর প্রেম আমাদের সংগ্রহিত করে রাখে। এমন কি আমরা যদি এক পলকের জন্য সূর্যের তেজোদীপ্ত প্রভার দিকে তাকাই, আর যখন সূর্য থেকে আমাদের চোখ সরিয়ে নেই তখন আমরা যা কিছুর দিকে তাকাই না। কেন সবখানেই সূর্য দেখি। MYPBen 154.1

একই ভাবে যখন আমরা যীশুর প্রতি দৃষ্টিপাত করি; এবং পরক্ষণে আমরা যে দিকে তাকাই সে দিকেই তার প্রতিমূৰ্ত্তি দৃষ্ট হবে, অর্থাৎ ধার্মিকতার সূর্য দেখতে পারব। আমরা অন্য কিছু দেখতে পাই না, অথবা অন্য কথা বলতে পারি না। তাঁর প্রতিমূর্তি আত্মার চক্ষুর উপরে প্রভাবিত হয়, এবং আমাদের দৈনন্দিন অংশকে প্রভাবিত করে, আমাদের গােটা প্রকৃতিকে কোমল করে এবং সিক্ত করে। দৃষ্টিপাত করে, আমরা ঐশ্বরিক সাদৃশ্য লাভ করি, এমন কি খ্রীষ্টের ন্যায় হই। আমরা যাদের সংস্পর্শে আসি আমরা তাদের উপরে তাঁর ধার্মিকতার উজ্জ্বল আলােকরশ্মি বিকিরণ করি। আমাদের চরিত্র রূপান্তরিত হয়; অন্তঃকরণ, আত্মা, মন, যিনি আমাদের প্রেম করেন এবং আমাদের নিমিত্ত আপনাকে দিয়েছেন তাঁর প্রতিবিম্ব দ্বারা আলােকিত হয়। এখানে একটি ব্যক্তিগত, জীবন্ত প্রভাব যা বিশ্বাসে আমাদের অন্তঃকরণে বসবাস করছে। MYPBen 154.2

তাঁর নির্দেশ বাণী লাভের পর যখন তা আমাদের অধিকার ভুক্ত হয়, তখন যীশু আমাদের কাছে একটি বসবাসকারী উপস্থিতি, আমাদের চিন্তারাশী এবং কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখেন। আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হই। মানবের হিসাব বােধ এবং মানব প্রভাব আমাদের জীবনের এবং দৈনন্দিন কাজের দর্শনের প্রতি বৈশিষ্ট্যসূচক অভিমত প্রদান। করে। MYPBen 154.3

আমাদের সব কিছুতেই যীশু খ্ৰীষ্ট— সর্ব প্রথম, সর্ব শেষ এবং সমস্ত কিছুতেই সর্বোত্তম। যীশু খ্রীষ্ট, তার পবিত্র আত্মা, তাঁর চরিত্র সবকিছু রঞ্জিত করে, এটি বর্ণ, তাতের সূতা এবং আমাদের সর্ব সত্ত্বার বয়ন প্রণালী। খ্রীষ্টের বাক্য আত্ম ও জীবন। তা হলে, আমরা আমাদের চিন্তারাশি নিজেদের মধ্যে কেন্দ্রীভূত করতে পারি না। আমরা আমাদের নই, কিন্তু খ্রীষ্টের যিনি আমাদের মধ্যে জীবিত আছেন, আর খ্রীষ্ট প্রতাপের আশা। অহম মৃত, কিন্তু খ্রীষ্ট একজন জীবন্ত ত্রাণকর্তা। যীশুর প্রতি অবিরত দৃষ্টি রেখে, আমরা আমাদের চারপাশের সবার কাছে তাঁর প্রতিমূর্তি প্রতিবিম্বিত করি। আমরা আমাদের নিরুৎসাহের কথা বিবেচনা বন্ধ করতে পারি না। অথবা এমন কি ও সব বিষয় বলাবলিও করতে পারি না; কেননা আরও একটি আনন্দের চিত্র আমাদের দৃষ্টি, আকর্ষণ করে খ্রীষ্টের বহুমূল্য প্রেম। সত্যের বাক্য দ্বারা তিনি আমাদের মধ্যে বসবাস করেন। -“ Testimonies to Ministers, ” pp. 387-390. MYPBen 154.4