Go to full page →

অধ্যাবসায়ী প্রচেষ্টা প্রয়ােজন MYPBen 157

দৈবাত ক্রমে চরিত্র অর্জিত হয় না। মেজাজের একটি আকস্মিক বিস্ফোরণ অথবা ভুল নির্দেশের একটি ধাপ দ্বারা স্থিরিকৃত হয় না। কাজের পুনরাবৃত্তি যদ্বারা একটি অভ্যাস গঠিত হয় এবং উত্তম অথবা মন্দ চরিত্র গঠিত হয়। কেবল ধৈর্যধারণ, অক্লান্ত প্রচেষ্টা এবং ঈশ্বরের গৌরবার্থে প্রতিটি অর্জিত তালন্ত এবং দক্ষতার উৎকর্ষ সাধনের দ্বারা সঠিক চরিত্র গঠিত হয়। এটি না করে বরং অনেকে আবেগ অথবা পারিপার্শ্বিক অবস্থা দ্বারা প্রবাহ তাড়িত হয়ে চলতে থাকে। এটি এমন নয় যে তাদের উত্তম জিনিষের অভাব রয়েছে, কিন্তু যেহেতু তারা উপলব্ধি করে না যে তাদের যৌবনকালে ঈশ্বর চান যেন তারা MYPBen 157.2