আমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্রভাবে প্রভুর একটা বিশেষ কাজ রয়েছে। আমরা যখন জগতের দুষ্টতাকে আলােতে এনে ন্যায় বিচারের সম্মুখীন হতে দেখি এবং তা দৈনিক খবরের কাগজে প্রকাশ হতে দেখি; তখন আসুন এগুলাে দেখে আমরা ঈশ্বরের নিকটবর্তী হই, এবং জীবন্ত বিশ্বাসে তার প্রতিজ্ঞা আঁকড়ে ধরি, যেন খ্রীষ্টের অনুগ্রহ আমাদের মাধ্যমে প্রকাশ পেতে পারে । জগতে আমাদের প্রভাব থাকতে পারে, একটি শক্তিশালী প্রভাব। যদি ঈশ্বরের চেতনা দানকারী প্রভাব আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা লিপ্ত ব্যক্তিদের মন পরিবর্তনের প্রতি ফিরিয়ে আনতে সক্ষম হব। MYPBen 22.1
আমাদের সরলতা এই কাজে অনেক সাহায্য করবে। আমাদের উচ্চ পদে বেয়ে ওঠার চেষ্টা অথবা মানুষের প্রশংসা লাভের চেষ্টা করার প্রয়ােজন নেই। আমাদের লক্ষ্য মহান হওয়ার দিকে থাকবে না। আমাদের দৃষ্টি শুধু ঈশ্বরের গৌরবের প্রতি নিবদ্ধ থাকবে। আমাদের ঈশ্বর দত্ত সমস্ত বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে, নিজেদের আলাের প্রশস্ত প্রণালীতে স্থাপন করতে হবে, যেন ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপরে এসে আমাদেরকে গঠন করতে এবং স্বর্গীয় সাদৃশ্যে রূপ দিতে পারে। এই পৃথিবীর ইতিহাসের অন্তিম দিনগুলােতে যারা ঈশ্বরের কাজে নিজেদের উৎসর্গ করবে, স্বর্গ তাদের ওপর সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ বর্ষণের অপেক্ষা করছে। আমাদেরকে পরীক্ষা ও যাচাই করা হবে; আমাদের নিঘুম রাত কাটাবার জন্য আহ্বান করা হতে পারে; কিন্তু এস আমরা ঐ সময় ঈশ্বরের নিকটে একান্তভাবে প্রার্থনায় সময় যাপন করি, যেন তিনি আমাদের জ্ঞান দান করেন এবং আমাদের সুযােগ সদ্ব্যবহার করার জন্য মনকে ত্বরান্বিত করতে পারি।- Review and Herald, April 1, 1909. MYPBen 22.2