Go to full page →

একটি চৌকস শিক্ষা MYPBen 168

যে সব যুবক-যুবতির শিক্ষা প্রয়ােজন, তারা একটি দৃঢ় ইচ্ছা নিয়ে তা লাভের জন্য কাজে লেগে যাক। একটি সুযােগের অপেক্ষা না করে; তােমরা নিজেরাই একটা সুযােগ করে নেও। একটি ছােট সুযােগ হলেও তা ধরে রাখ। মিতব্যয়িতা অভ্যাস কর। তােমার সম্পদ ক্ষুধা নিবত্তির অথবা সুখ ভােগের। সন্ধানে ব্যয় কর না। ঈশ্বর যেমনিভাবে তােমাকে আহ্বান করেছেন, দ্রুপভাবে একজন ব্যবহারিক এবং দক্ষ ব্যক্তি হবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হও। তুমি যে কোনাে কর্ম দায়িত্ব হাতে নেও তা বিশ্বস্তভাবে এবং সম্পূর্ণরূপে শেষ কর। তােমার হাতের নাগালে যে কোনাে সুযােগ পাও না কেন তােমার বুদ্ধিমত্তাকে শক্তিশালী করে তুলতে তার সদ্ব্যবহারের জন্য চেষ্টা কর। পুস্তক পাঠ, ব্যবহারিক শ্রম, এবং বিশ্বস্ত শ্রম, সচেতনতা, এবং প্রার্থনা সহকারে জ্ঞান লাভ কর, যা উপর হতে আসে। এটি তােমাকে একটি চৌকস শিক্ষা প্রদান করবে। এভাবে তুমি চরিত্রের উন্নয়নের মাধ্যমে তাদেরকে ন্যায়পরায়ণ এবং পবিত্রতার পথে পরিচালিত করতে অন্যদের মনের উপরে একটি প্রভাব লাভ করবে। MYPBen 168.1

যদি আমাদের সুযােগ-সুবিধার প্রতি সচেতন থাকি তাহলে স্ব-শিক্ষার। মাধ্যমে আরও বেশি কিছু সম্পাদিত হবে। প্রকৃত শিক্ষার অর্থ, কলেজ যা দিতে পারে তারচেয়ে অনেক বেশি কিছু। যেহেতু বিজ্ঞান অধ্যয়ন তুচ্ছ করা যাবে না, তাই ঈশ্বরের সঙ্গে একটি জীবন্ত যােগাযােগের মাধ্যমে একটি উচ্চ প্রশিক্ষণ লাভ করতে হবে। প্রত্যেক ছাত্র তার বাইবেল হাতে নিয়ে মহান শিক্ষকের সঙ্গে যোগাযােগ স্থাপন করুক। মনকে প্রশিক্ষণ দেওয়া হােক এবং নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়া হােক, যেন ঐশ্বরিক সত্যের অন্বেষণে কঠিন সমস্যার সঙ্গে সংগ্রাম করতে পারে। MYPBen 168.2