Go to full page →

পিতামাতাদের প্রত্যাশা পূরণ করা MYPBen 169

সঠিক কাজটি করা সর্বদা সার্বোত্তম এবং নিরাপদ-যেহেতু তা সঠিক। তুমি কি এখন গুরুত্বের সঙ্গে কিছু চিন্তা ভাবনা করবে না? সঠিক চিন্তা ভাবনা সঠিক কাজের ভিত্তি। তােমার মন স্থির কর যেন, তােমার পিতামাতা তােমার সম্পর্কে যে প্রত্যাশা করেন, তুমি তার প্রতি সাড়া দিতে পার, যেন তুমি বিশ্বস্তভাবে শ্রেষ্ঠতর কর্ম প্রচেষ্টা দেখাতে পার, যেন তুমি এটিকে এমন ভাবে দেখতে পার যে, তােমার জন্য যে অর্থ ব্যয় করা হয়েছে, তার অপচয় হয় নি। একটি দৃঢ় সংকল্পের উদ্দেশ্য রাখ যেন পিতামাতা এবং শিক্ষক শিক্ষয়িত্রী কর্তৃক কৃত প্রচেষ্টার সঙ্গে সহযােগিতা করতে পার এবং যেন জ্ঞান এবং চরিত্রের একটি উচ্চ সােপানে পৌঁছতে পার। দৃঢ় সংকল্পবদ্ধ হও যেন যারা তােমাকে ভালােবাসে এবং তােমাকে বিশ্বাস করে, তাদের নিরুৎসাহিত না কর। যদি তুমি এটি করতে চাও সৎ কাজ সাহসীকতার সঙ্গে করা, যেহেতু এটি সঠিক। কাজ আর যীশু তােমাকে সঠিক কাজটি করতে সাহায্য করবেন। - “ Fundamental of Christian Education ”, p. 248. MYPBen 169.2