মন্দতার ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ক্ষমতা, চরিত্রগঠনের ক্ষুদ্র অসংলগ্নতা, যেমনভাবে হওয়া উচিৎ তেমনভাবে মূল্যায়িত হয়নি। ঈশ্বরের বাক্যের মাধ্যমে সর্বোত্তম এবং সর্বোচ্চ নীতিমালা আমাদের কাছে প্রকাশিত হয়েছে। আমাদের মঙ্গলের জন্য প্রতিটি প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য, মনকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সুষম রাখতে, একটি উচ্চমানে পৌছানাের দিকে পরিচালিত করার জন্য ঐ সব আমাদের দেয়া হয়েছে। MYPBen 23.3
যােষেফ, দানিয়েল, এবং তার সহবন্ধুদের ইতিহাসে আমরা লক্ষ করি, সত্যের স্বর্ণশৃঙ্খল কিভাবে যুবকদের ঈশ্বরের সিংহাসনের সঙ্গে বেঁধে রাখে। তারা সত্যের গতি পথ থেকে অন্য দিকে ফিরে যাবার জন্য প্রলােভিত হন নি। তারা রাজপুত্রদের অনুগ্রহের উর্ধ্বে ঈশ্বরের অনুগ্রহ মূল্যায়ন করেছেন এবং ঈশ্বর তাদের প্রেম করেছেন এবং তাদের ওপর প্রতিরক্ষা বর্ম বিস্তৃত করেছেন । তাদের বিশ্বস্ততার জন্য, মানুষের শক্তির পরিবর্তে ঈশ্বরের সেবা করার জন্য তাদের চারিত্রিক দৃঢ়তার জন্য ঈশ্বর সমুদয় মানব শক্তির উর্ধ্বে লক্ষণীয়ভাবে সব লােকের সামনে তাদের সম্মানিত করেহেন। তারা বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কর্তৃক সম্মানিত হয়েছিলেন, যার ক্ষমতা স্বর্গে ও পৃথিবীতে তাঁর হাতের সমস্ত কাজের উপরে বিদ্যমান। এসব যুবক-যুবতি তাদের প্রকৃত রূপ প্রকাশ করতে লজ্জিত ছিলেন না। এমনকি রাজদরবারে তাদের বাক্যে, তাদের অভ্যাসে, তাদের অনুশীলনে, তারা স্বর্গের প্রভু ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস স্বীকার করেছিলেন। তারা পার্থিব যে কোন রায়ের প্রতি মাথা নত করতে অস্বীকার করেছিলেন। ঈশ্বরের প্রতি তাদের আনুগত্য স্বীকার করতে স্বর্গীয় ক্ষমতা তাদের শক্তিমন্ত করেছিল। MYPBen 23.4
এসব আদর্শ যুবকদের উদাহরণ অনুসরণ করার জন্য তােমাদেরও প্রস্তুত থাকতে হবে। তােমার বর্ণের জন্য লজ্জিত হবে না; ওগুলাে রেখে দিও, মনুষ্য এবং দূতগণের প্রতি দৃষ্টি রাখ। এই পরামর্শের বিপরীতার্থক ভ্রান্ত শালীনতা, ভ্রান্ত মিতব্যয়িতা দ্বারা বশীভুত হইও না। তােমার সর্বোত্তম কথা এবং একটি সামঞ্জস্যপূর্ণ কাজ তােমার উপযুক্ততা, তােমার একান্ত কর্তব্য বােধ দ্বারা তােমার বিশ্বাস স্বীকার কর, তুমি দৃঢ়বদ্ধ থাক যে, খ্রীষ্ট দেহ মন্দিরের সিংহাসন অধিকার করবেন; এবং তােমার তালন্তসমূহ তাঁর চরণে গচ্ছিত রাখ, যেন তা তার সেবায় ব্যবহৃত হতে পারে । MYPBen 24.1