Go to full page →

মিশন ক্ষেত্রে MYPBen 173

বাস্তব জীবনের সর্বক্ষেত্রে কৃষ্টি হল আমাদের যুবকেরা স্কুল পরিত্যাগ করার পর তারা বিদেশে যাবে। তখন তাদের রান্নার জন্য কাপড় সেলাইয়ের জন্য, তাদের বাসস্থান নির্মাণের জন্য অন্যদের উপর নির্ভর করতে হবে না। আর তারা অধিক প্রভাবশালী হবে, যদি তারা দেখায় যে, তারা মূর্খদেরকে শিক্ষা দিতে পারবে কিভাবে সর্বোত্তম পদ্ধতিতে পরিশ্রম করতে হবে এবং সর্বোত্তম উৎপাদন দিতে পারবে তাহলে তারা আরও বেশি প্রভাবশালী হবে। এভাবে মিশনারিদের ধরে রাখার জন্য একটি ক্ষুদ্রতম তহবিলের প্রয়ােজন । কেননা তাদের দৈহিক শক্তি ব্যবহার করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে, ব্যবহারিক শ্রম তাদের অধ্যয়নের সঙ্গে সংযুক্ত করেছে। যেখানে মর্যাদা পাওয়া কষ্টকর, সেখানেও এটির মর্যাদা দেওয়া হবে। তারা প্রকাশ করবে যে, মিশনারিগণ শিক্ষানবিশ হয়ে কিভাবে শ্রম দিতে পারে। আর যেখানেই যাক না কেন, তারা যা কিছু এই গতিপথে লাভ করেছে, তা তাদের দাঁড়াবার স্থান 67671 -“ Counsels to Teachers, Parents and Students,” pp. 307-314. MYPBen 173.4