Go to full page →

বৈষম্যহীন বিতরণ ChSBen 154

এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রচারকের কন্ঠস্বর শোনা যায় না, সেই সকল স্থানে কেবল প্রকাশনা। বইপত্তর, কাগজপত্র, এবং পত্রপত্রিকার মাধ্যমে পৌঁছানো যায় যেগুলি জনগণের প্রয়োজনীয় বাইবেল সত্যে পরিপূর্ণ আমাদের পত্রিকাসাহিত্য সর্বত্র বিতরণ করতে হবে। পর্যাপ্ত জলস্রোতের পাশে সত্যবীজ বপন কারতে হবে; কেননা আমরা জানি না এটা বা ওটা কোনটা সফল হবে। আমাদের ভ্রান্ত বিচারে আমরা সেই ব্যক্তিকে সাহিত্য প্রদান বুদ্ধিহীনতার পরিচয় মনে করতে পারি যারা সত্যকে অতি সহজেই গ্রহণ করবেন। আমরা জানি না বর্তমান সত্য সম্বলিত লিফলেট দেওয়ার ভাল ফল কী হতে পারে। -The Southrn Watchman , January 5,1904. ChSBen 154.1