Go to full page →

উৎপীড়ন কেন নিদ্রাচ্ছন্ন হয় ChSBen 160

প্রেরিত পৌল ঘোষণা করেছেন যে, “যারা খ্রীষ্টে যীশুতে ধার্মিকভাবে বাস করবে তারা তাড়না সহ্য করবে।” তাহলে তাড়না কেন একদম নিদ্রাচ্ছন্ন বা নিষ্প্রভ মনে হচ্ছে? এম একমাত্র কারণ হল, মণ্ডলী এখন বিশ্বের মান অনুসারে কাজ করছে,্ আর তাই কোন বিরোধিতা জাগ্রত হচ্ছে না। আমাদের সময়ে যে ধর্ম বর্তমান রয়েছে তা খাঁটি এবং পবিত্র চরিত্রের নয় যা খ্রীষ্ট এবং তাঁর প্রেরিতদের দিনে খ্রীষ্টান বিশ্বাসকে চিহ্নিত করেছিল ।এটা কেবল পাপের সঙ্গে আপোষের মনোভাবের কারনেই, কারণ ঈশ্বরের বাক্যের মহান সত্যগুলি অতি উদাসীনতার সঙ্গে বিবেচনা করা হয়, কারণ মন্ডলীতে মুখ্য ঈশ্বরকথা এত কম যে , খ্রীষ্টধর্ম আপত দৃষ্টিতে জগতে আজ এত জনপ্রিয়। প্রার¤িভত মণ্ডলীর বিশ্বাস ও শক্তির পুনরুজ্জীবন ঘটুক,তাড়নার মনোভাবের পুনর্জাগরণ ঘটবেএবং তাড়নার আগুন পুনরায় জ্বলে উঠবে। -The Great Controversy , 48. ChSBen 160.3