Go to full page →

প্রচার পদ্ধতির ব্যবহারিক প্রদর্শন ChSBen 195

ক্যাম্প-সভায় কাজে সংযুক্ত হওয়ার মাধ্যমে, সকলেই তাদের স্থানীয় মণ্ডলীতে সার্থকভাবে কাজ করা শিখতে পারেন। -- Testimonies for the Church 6:49. ChSBen 195.3

আমাদের কিছু শিবিরসভায়, সবল কর্মীদল সংগঠিত হয়েছে শহর এবং শহরতলিতে প্রচারপত্র বিতরণ এবং সভায় মানুষজনকে আমন্ত্রণের জন্য। এর মাধ্যমে নিয়মিত উপস্থিত শত শত ব্যক্তিকে সভার দ্বিতীয় পর্ব পর্যন্ত আকৃষ্ট রাখা যায়, অন্যথায় তাদের এ বিষয়ে মনোযোগ থাকত না। -- Testimonies for the Church 6:36. ChSBen 195.4

আমরা শিবির সভাতে কেবল গ্রহণ করতে নয়, বরং অংশগ্রহণ করতে যেতে পারি। খ্রীষ্টের ক্ষমাশীল প্রেমের অংশীদার প্রত্যেকেই, এবং যারা ঈশ্বরের আত্মার দ্বারা আলোকপ্রাপ্ত হয়েছেন ও সত্যে মনপরিবর্তন করেছেন তাদের প্রত্যেকেই অনুভব করবেন যে এই বহুমূল্য আশীর্বাদের জন্য তার সান্নিধ্যে আগত সকল আত্মার কাছে তিনি ঋণগ্রস্ত। যারা নম্রচিত্ত তাদের প্রভু ব্যবহার করবেন আত্মজয়ের কাজে, যাদের কাছে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষেরা পৌঁছাতে পারবেন না। তারা এমন কথা বলতে অনুপ্রাণিত হবে যার মাধ্যমে খ্রীষ্টের মুক্তিদায়ী অনুগ্রহ প্রকাশিত হবে। -- Testimonies for the Church 6:43. ChSBen 196.1

ঈশ্বরের পরিকল্পনা মতো চললে, আমরা হতে পারি “ঈশ্বরের সহকর্মী।” আমাদের পদমর্যাদা যাই হোক - সম্মেলনের সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র, কিম্বা সাধারণ সদস্য, - বর্তমান সত্যের আলোকে যাদের আলোকিত হওয়ার প্রয়োজন তাদের জন্য তিনি অন্যতম মাধ্যম নির্ধারণ করেছেন মুদ্রিত পৃষ্ঠার ব্যবহার। আমাদের স্কুল এবং স্যানিটারিয়ামগুলিতে এবং বিশেষত আমাদের বার্ষিক শিবির-সভাগুলিতে আমাদের অবশ্যই এই মূল্যবান এজেন্সির বুদ্ধিপূর্বক ব্যবহার শিখতে হবে। ধৈর্যশীল অনুশীলনের সাথে, নির্বাচিত কর্মীদের অবশ্যই আমাদের লোকদের নির্দেশ দিতে হবে কিভাবে অবিশ্বাসীদের কাছে সদয়ভাবে, বিজয়ী পথে পৌঁছাতে হবে, এবং কিভাবে তাদের হাতে প্রচারসাহিত্য তুলে দিতে হবে এই সময়ের সত্য স্পষ্টতা এবং পরাক্রমের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। -- Testimonies for the Church 9:86,87. ChSBen 196.2

আমাদের শিবির-সভাগুলির কাজ মানুষের পরিকল্পনা অনুসারে নয়, খ্রীষ্টের কর্মপন্থা অনুসারে পরিচালিত হওয়া উচিত। মণ্ডলীর সদস্যদের শ্রমের প্রতি আকৃষ্ট হওয়া আবশ্যক। -- Testimonies for the Church 9:120. ChSBen 196.3