Go to full page →

বাইবেল আমলের ধনী মানুষ ChSBen 204

ইথিওপিয়ান ছিলেন জনৈক সুচেতা এবং প্রভাবশালী মানুষ। ঈশ্বর দেখেছিলেন যে মনপরিবর্তন করে, তিনি অন্যদের তার প্রাপ্ত আলো প্রদান করবেন এবং সুসমাচারের পক্ষে সুদৃঢ় প্রভাব বিস্তার করবেন। এই আলোর সন্ধানকারী পাশে স্বর্গদূতগণ বর্তমান ছিলেন, এবং তিনি ত্রাণকর্তার দিকে আকৃষ্ট হচ্ছিলেন। পবিত্র আত্মার পরিচর্যার মাধ্যমে প্রভু তাকে এমন একজননের সংস্পর্শে নিয়ে যিনি তাকে আলোর দিকে নিয়ে যেতে সক্ষম। -- The Acts of the Apostles, 107. ChSBen 204.4

ইহুদিরা যখন শিশু মণ্ডলীটি ধ্বংস করার চেষ্টা করছিল, তখন নীকদীম তার প্রতিরক্ষায় এগিয়ে আসেন। আর সাবধানতা এবং জিজ্ঞাসাবাদ নয়, তিনি শিষ্যদের বিশ্বাসকে উৎসাহ দেন এবং যিরূশালেমে মণ্ডলীর অস্তিত্ব রাখতে এবং সুসমাচারকে এগিয়ে নিয়ে যেতে তার সম্পদ ব্যবহার করেছিলেন। যারা তাকে অন্য দিনে শ্রদ্ধা জ্ঞাপন করতেন, এখন তাকে নিন্দা এবং নির্যাতন করছেন; এবং তিনি এই জগতের বিষয় সম্পদে দরিদ্র হয়ে ওঠেন; তথাপি তিনি তার বিশ্বাসের সুরক্ষায় পিছপা হয়নি। -- The Acts of the Apostles, 105. ChSBen 205.1