Go to full page →

রঙিন রেস (বর্ণাঢ্য জাতি) ChSBen 217

এক দেশে একটি বিশাল, অবারিত ক্ষেত্র রয়েছে। বর্ণাঢ্য জাতি, সংখ্যায় হাজার হাজার, খ্রীষ্টে প্রত্যেক সত্য ও ব্যবহারিক বিশ্বাসীর বিবেচনা এবং সহানুভূতির আবেদন। এই লোকেরা প্রবাসী নয়, এবং তারা কাঠ এবং পাথরের প্রতিমার সামনে মাথা নত করেন না। আমাদের মধ্যে তারা বাস করেন, এবং বার বার তাঁর আত্মার সাক্ষ্যের মাধ্যমে ঈশ্বর তাদের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে এই স্থানে মানবজাতি অবহেলিত। এই বিস্তৃত ক্ষেত্রটি আমাদের সামনে অব্যবহৃত পড়ে আছে, ঈশ্বর আমাদের বিশ্বাস করে যে আলো দিয়েছেন তার জন্য লালায়িত হয়ে রয়েছে। -- Testimonies for the Church 8:205 ChSBen 217.2

শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে বিচ্ছেদের দেওয়াল তৈরি হয়েছে। খ্রীষ্টানগণ ঈশ্বরের বাক্য পালন করে যখন তাদের সৃষ্টিকর্তার প্রতি সর্বোচ্চ প্রেম এবং প্রতিবেশীদের প্রতি নিরপেক্ষ ভালবাসা প্রকাশ করেন, তখন এই কুসংস্কারের দেওয়ালগুলি যিরীহোর প্রাচীরের মতো নিজেরাই ভেঙে পড়বে। ... প্রত্যেক চার্চ, যার সদস্যগণ এই সময়কার সত্য বিশ্বাস করেন বলে দাবি করেন, তারা এই অবহেলিত ও নিপীড়িত জাতির তত্ত্বাবধান করুন, যে জাতি দাসত্বের ফলস্বরূপ নিজেদের স্বাধীন চিন্তা এবং কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। -- The Review and Herald, December 17,1895. ChSBen 217.3

দক্ষিণের লোকদের উদ্দেশ্যে একটি কার্য করার প্রস্তুতি নিতে হবে। যে কাজ কদাচ সাধন করা হয় না, সেই কাজের খসড়াচিত্র দেখে আমাদের সন্তুষ্ট হলে হবে না; তাই আসুন আমরা আমাদের নানা বর্ণের ভাইদের দুর্দশা দূর করতে প্রভুর জন্য কিছু করি। -- TheReview and Herald, February 4, 1896. ChSBen 217.4

কালো মানুষটির নাম জীবন পুস্তকে সাদা মানুষটির পাশে লেখা রয়েছে। খ্রীষ্টে সকলেই এক। জন্ম, নিবাস, জাতীয়তা বা বর্ণ মানুষকে উন্নীত বা লাঞ্ছিত করতে পারে না। চরিত্র মানুষ তৈরি করে। যদি কোনও লাল মানুষ, কোন চীনাবাসী বা কোন আফ্রিকান তার হৃদয় আনুগত্য ও বিশ্বাসে ঈশ্বরকে সমর্পণ করেন, তবে যীশু তাকে তার বর্ণের জন্য একটুও কম ভালবাসেন না। তিনি তাকে তার অত্যন্ত প্রিয় ভ্রাতা বলে সম্বোধন করেন। -- The Southern work, 8, written March 20,1891. ChSBen 218.1

সেই দিন আসছে যখন রাজা মহারাজা এবং এই জগতের প্রভুত্ববান ব্যক্তিরা পৃথিবীর নম্রতম আফ্রিকান যারা সুসমাচারের প্রত্যাশা ধরে রেখেছেন তাদের সঙ্গে বিনিময় করতে পেরে আনন্দিত হবেন। -- The Southern Work, 8, Written March 20, 1891. ChSBen 218.2

আফ্রিকান জাতির যে প্রাণগুলি তাঁর পরিচর্যার জন্য জয় করা যেতে পারে, তাদের প্রতি ঈশ্বর ইস্রায়েললীয়দের চেয়ে কম যত্নবান নন। দক্ষিণের সমস্ত শ্রেণির মানুষ এবং বিশেষত বর্ণিল বর্ণের মধ্যে মিশনারি কাজে তাঁকে যে পরিমাণ উপহার দেওয়া হয়েছে তার চেয়ে তাঁর লোকেদের থেকে অনেক বিশি প্রয়োজন। আমরা কি বেশি অনুগ্রহীতদের চেয়ে বর্ণিল মানুষের জন্য শ্রমের উদ্দেশ্যে অতিরিক্ত বাধ্যবাধকতার মধ্যে নেই? কে এই লোকেদের দাসত্ব শৃঙ্ঘলে আবদ্ধ করে? কারা তাদের অজ্ঞান করে রেখেছে? ... জাতি যদি অবনমিত হয়, যদি তারা অভ্যাস ও আচরণে ঘৃণ্য হয়, কে তাদের এমন করেছে? শ্বেতাঙ্গদের চেয়ে তাদের জন্য কি বেশি কিছু করার নাই? তাদের প্রতি এত বড় অন্যায় করার পরেও কি তাদের উত্থাপনের জন্য আন্তরিক প্রচেষ্টা করা উচিত নয়? সত্য অবশ্যই তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের পাশাপাশি তাদেরও প্রাণের পরিত্রাণের প্রয়োজন।-- The Southern Work, 11,12, Written March 20, 1891. ChSBen 218.3