Go to full page →

দিব্য প্রতিবেদন প্রক্রিয়া ChSBen 221

স্বর্গদূতগণ প্রতিটি মানুষের কাজের যথাযত হিসাব রাখেন। - Testimonies for the Church 1:198. ChSBen 221.3

প্রেমের প্রতিটি কাজ, দয়ার প্রতিটি কথা, নির্যাতিত ও নিপীড়িতদের পক্ষে প্রতিটি প্রার্থনা, অনন্তকাল স্থায়ী সিংহাসনের সামনে প্রতিবেদন করা হয়, এবং স্বর্গের অবিনাশী নথিতে লিপিবদ্ধ হয়। - Testimonies for the Church 5:133. ChSBen 221.4

অন্ধকার দূর করতে এবং খ্রীষ্টের জ্ঞান ব্যাপকভাবে বিস্তৃত করতে আমাদের প্রতিটি সার্থক প্রচেষ্টার একটি প্রতিবেদন স্বর্গে পৌঁছানো হয়। যখন কাজটির পুনরুল্লেখ পিতার সামনে করা হয়, সমুদয় স্বর্গীয় বাহিনীর মধ্যে দিয়ে আনন্দের শিহরণ বইতে থাকে। -The Acts of the Apostles, 154. ChSBen 222.1

স্বর্গদূতদের আমাদের সাহায্যকারী হিসাবে নিযুক্ত করা হয়েছে। তারা স্বর্গ ও মর্ত্যরে মধ্যে গমনাগমন করছেন, মনুষ্য সন্তানদের কৃতকর্মের বিবরণ ঊর্ধ্বে পৌঁছাচ্ছেন। -The Southern Watchman, April 2, 1903. ChSBen 222.2

এটি উত্তম কার্য... ঊর্ধ্বলোকে কার্যবিবরণী স্মরনে রাখা, - সেই পুস্তকে যেখানে কোন বাদসাদ নাই, ভুল ভ্রান্তি নাই এবং যার মাধ্যমে তাদের বিচার করা হবে। সেখানে ঈশ্বরের পরিচর্যার প্রতিটি অবহেলিত সুযোগ লিপিবদ্ধ আছে; এবং সেখানে বিশ্বাস এবং ভালবাসার প্রতিটি কাজও চিরন্তন স্মরণে অধিষ্ঠিত আছে। -Prophets and Kings, 639. ChSBen 222.3