Go to full page →

সহিষ্ণুতা ChSBen 230

যীশুর সহকর্মী হওয়ার জন্য, যাদের পক্ষে আপনি পরিশ্রম করেন তাদের প্রতি আপনার অসীম ধৈর্য থাকতে হবে, কাজের সরলতা উপেক্ষা না করে আশীর্বাদযুক্ত ফলাফলের দিকে নজর রাখতে হবে। যাদের জন্য আপনি শ্রম করেন তারা যখন সম্পূর্ণ আপনার মনের মতো হন না, আপনি প্রায়শই মনে মনে বলেন,‘‘ওরা চলে যাক; ওরা পরিত্রানের যোগ্যনয়।” খ্রীষ্ট যদি দরিদ্র পতিতদের প্রতি এমন আচরন করতেন তবে কি ঘটত? তিনি হতভাগা পাপীদের বাঁচানোর জন্য মারা গিয়েছিলেন এবং আপনি যদি একই আত্মার জন্য কাজ করেন এবং তাঁর দৃষ্টান্তে একই ধারায় কার্য করেন যাকে আপনি অনুসরন করেন ঈশ্বরের উপর ফলের দায়িত্ব ছেড়ে দিয়ে, আপনি কি পরিমাণ মঙ্গলকার্য সাধন করবেন তা ইহ জীবনে পরিমাপ করতে পারবেন না। -Testimonies for The Church 4:132. ChSBen 230.2

যাদের সঙ্গে যোগাযোগে আসবেন তাদের সকলের জন্য নির্দ্বিধায়, ভালবাসার সঙ্গে, ধৈর্য সহকারে কাজ করুন। কোন অধৈর্য দেখাবেন না। কোন নির্দয় বাক্য উচ্চারণ করবেন না। খ্রীষ্টের প্রেম আপনার অন্তরে রাখুন, আপনার ওষ্ঠাধারে থাকুক দয়ার ব্যবস্থা। -- Testimonies for the Church 9:41. ChSBen 230.3