Go to full page →

সহানুভূতি ও সামাজিকতা ChSBen 232

ঈশ্বরের পরিষেবার প্রতিটি বিভাগে, মানবজাতির দুঃখে সহনাভূতিশীল নরনারীর প্রয়োজন; কিন্তু এইরূপ সহনাভূতি বিরল। -- The Review and Herald, May 6,1890. ChSBen 232.4

আমাদের আরও খ্রূীষ্টতুল্য সহনুভূতির দরকার। নিছক সহানুভূতি নয় তাদের কাছে যাদের নির্দোষ বলে মনে হয়, কিন্তু দরিদ্র, যাতনাক্লিষ্ট, এবং সংগ্রামী আত্মাদের প্রতি সহানুভূতি, যারা দোষে, পাপে, অনুতাপে, এবং প্রলোভনে হতাশাগ্রস্ত। আমাদের সহমানবদের কাছে আমাদের যেতে হবে, তাদের স্পর্শ করতে হবে তাদের প্রতিবন্ধকতার অনুভূতির সঙ্গে, ঠিক আমাদের করুণাময় মহাযাজকের মতো। --- Gospel Workers, 141. ChSBen 232.5

মানুষ হিসাবে আমরা পারস্পরিক সহানুভুতি এবং সামাজিকতা অভাবে অনেক কিছু হারিয়ে ফেলি। যে ব্যক্তি স্বাধীনতার কথা বলেন এবং নিজেকে নিজের মধ্যে আটকে রাখেন, তিনি ঈশ্বরের নকশা অনুযায়ী তার কর্তব্য পূরণ করছেন না। আমরা ঈশ্বরের সন্তান, সুখসমৃদ্ধির জন্য পরস্পরের উপর নিভরশীল। ঈশ্বর এবং মানবতার দাবি আমাদের উপরেই র্বতায়। এই জীবনে আমাদের সবাইকে আমাদের অংশের কাজ করতে হবে। এটি আমাদের প্রকৃতি সামাজিক উপাদানের যথাযথ চাষাবাদ যা আমাদের ভাইয়েদের প্রতি আমাদের সহানুভূতি এনে দেয় এবং অন্যদের আর্শীবাদ করার প্রচেষ্টায় আমাদের সুখী করে তোলে। -- Testimonies 4:71,72. ChSBen 232.6

ত্রাণকর্তা জনৈক ফরীশীর ভোজে অতিথি ছিলেন। দরিদ্রদের পাশাপাশি তিনি ধনীদেরও নিমন্ত্রণ গ্রহণ করতেন, এবং আপনার রীতি অনুসারে, তিনি তাঁর সামনের দৃশ্যকে তাঁর সত্যের শিক্ষামালায় সংযুক্ত করতেন। -- Christ’s Object Lessons, 219. ChSBen 233.1