Go to full page →

যে জীবন জয়ী হয় ChSBen 30

কেবল সত্য প্রচার এবং পুস্তক-পুস্তিকা বিতরণের মাধ্যমেই আমরা পরমপিতার সাক্ষী হই না। আসুন আমরা স্মরণে রাখি যে খ্রীষ্টসদৃশ একটি মহাজীবন খ্রীষ্টধর্মের উন্নতির পক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি, এবং একটি সস্তা খ্রীষ্টান চরিত্র জাগতিক ভাবাপন্ন কোন ব্যক্তির চেয়ে জগতের বেশি ক্ষতিসাধন করে। -Testimonies for the Church 9:21. ChSBen 30.2

লিখিত সমস্ত বই পবিত্র জীবনের উদ্দেশ্য পরিবেশন করতে পারে না। প্রচারক যা প্রচার করেন, মানুষ তা বিশ্বাস করবে না, কিন্তু মণ্ডলীর জীবনধারায় তারা বিশ্বাস করবে। সত্যের প্রবক্তাদের জীবনের মাধ্যমে প্রচারিত উপদেশ প্রায়শই প্রচারমঞ্চের উপদেশের প্রভাবকে প্রতিহত করে। -Testimonies for the Church 9: 21. ChSBen 30.3

খ্রীষ্টের জীবন ছিল চির-বিস্তৃত, অপার প্রভাবশীল, যে প্রভাব তাঁকে ঈশ্বর এবং সমগ্র মানব পরিবারের সঙ্গে আবদ্ধ করেছিল। খ্রীষ্টের মাধ্যমে, ঈশ্বর মানুষকে এমন প্রভাব প্রদান করেছেন যা তার নিজের পক্ষে অর্জন করা অসম্ভব ছিল। ব্যক্তিগতভাবে আমরা লোকসমাজের সঙ্গে সংযুক্ত আছি, যা ঈশ্বরের মহান পূর্ণত্বের অংশবিশেষ, এবং আমাদের পারস্পরিক বাধ্যবাধকতা রয়েছে। কোন মানুষ তার সহমানবের থেকে স্বাধীন হতে পারে না; একের কুশলতা অন্যদের প্রভাবিত করে। ঈশ্বরের উদ্দেশ্য হল প্রত্যেকে নিজেকে অন্যের কল্যাণে অপরিহার্য মনে করবে এবং তাদের সুখ বৃদ্ধির চেষ্টা করবে। -Christ’s Object Lessons, 339. ChSBen 30.4

বাইবেলের ধর্ম কোন বইয়ের মলাট কিম্বা মণ্ডলীর দেওয়ালের মধ্যে আটকে থাকবে না। আমাদের নিজেদের স্বাথে এটিকে মাঝে মাঝে বাইরে বের করে এনে আবার তাকে সযত্্েন সরিয়ে রাখলে চলবে না। এটি দৈনন্দিন জীবনকে পবিত্র করবে, আমাদের প্রতিটি ব্যবসায়িক লেনদেন এবং সামাজিক সম্পর্কের মধ্যে এই ধর্ম প্রকাশিত হবে। -The Desire of Ages, 306, 307. ChSBen 31.1

ঈশ্বরের উদ্দেশ্য হল জগতের সামনে তাঁর প্রজাদের মধ্যে নিজেকে মহিমান্বিত করা। তিনি প্রত্যাশা করেন, যারা খ্রীষ্টের নাম বহন করে তারা চিন্তায়, কথায়, ও কাজে তাঁর প্রতিনিধিত্ব করবে। তাদের ভাবনা বিশুদ্ধ হতে হবে এবং তাদের কথা মহৎ ও উন্নত হবে, যার মাধ্যমে আশপাশেরও মানুষকে তারা মুক্তিদাতার সান্নিধ্যে টেনে আনবে। তাদের সমুদয় কথা ও কাজে খ্রীষ্টের ধর্ম সংশ্লিষ্ট থাকবে। তাদের প্রতিটি কাজের বিভাগ পরমেশ্বরের উপস্থিতির সৌরভে সুরভিত হবে। -Testimonies for the Church 9: 21. ChSBen 31.2

ব্যবসায়ী এমনভাবে ব্যবসা করুক যাতে তার বিশ্বস্ততার কারণে তার প্রভু গৌরবান্বিত হন। তার সমস্ত কাজের মধ্যে সর্মকভাবে তার ধর্ম ব্যক্ত হোক এবং খ্রীষ্টের আত্মা মানুষের কাছে প্রকাশিত হোক। যান্ত্রিক কারিগরগণ যিহূদার শহরগুলিতে নিম্নস্তরের জীবনের কঠোর পরিশ্রম এবং বিশ্বস্ততার মাধ্যমে তাঁর প্রতিনিধি হোক। যারা খ্রীষ্টের নাম রাখেন তাদের সৎকর্ম দেখে যেন মানুষ তার সৃষ্টিকর্তা ও মুক্তিদাতার গৌরব করতে পরিচালিত হয়। -The Bible Echo, June 10, 1901. ChSBen 31.3