Go to full page →

একনিষ্ঠভাব ChSBen 243

বিশ্বাসভাজন আজ্ঞাবাহী ভক্ত হোন, যিনি আপনাকে অন্ধকার জগৎ থেকে তাঁর বিস্ময়কর আলোয় আহ্বান করেছেন তাঁর মাহাত্ম্য প্রচার করতে। -- The Review and Herald, January 24, 1893. ChSBen 243.4

ঈশ্বরের দাসেরা হবেন পরম নিষ্ঠাবান, প্রকৃতির উন্মুক্ত পথের ধারায় তাদের চলতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। তাদের ভূমিকায় কোন প্রকার বিলম্ব মানেই তাদের পরাভূত করার জন্য শয়তানকে কাজ করার অবকাশ দেওয়া। -- Patriarchs and Prophets, 423. ChSBen 243.5

তাঁর আজ্ঞা-পালনকরী প্রজাগণ তাঁর পরিচর্যার জন্য নিয়মিত প্রস্তুতি নিয়ে থাকবে। -- Testimonies for the Church 8:247. ChSBen 244.1

যারা সত্যিই খ্রীষ্টের প্রতিনিধি তারা অপরের মঙ্গলের জন্য কাজ করছেন। তারা দেশে এবং বিদেশে উভয়ক্ষেত্রে ঈশ্বরের কাজের অগ্রগতিতে আনন্দিত হন । তাদের দেখা, শোনা, এবং প্রভাব অনুভূত হয় প্রার্থনাসভায়। তারা অধ্যক্ষের স্থান দেওয়ার চেষ্টা করবেন, যার কর্ম তাদের নয়। তারা নিজেকে উন্নত করার প্রয়াস করবেন না, কিম্বা মহৎ কাজ করার জন্য নাম কেনার চেষ্টা করবেন না, কিন্তু বিনম্রভাবে, বিশ্বস্ততার সঙ্গে পরিশ্রম করবেন, দরকার পড়লে ছোট বা বড় সব কাজ করবেন কারণ খ্রীষ্ট তাদের জন্য অনেক কিছু করেছেন। -- The Review and Herald, September 6, 1881. ChSBen 244.2