Go to full page →

সার্থক সেবার সবিষেয় উদ্দেষ্য ChSBen 262

খাটি ভালবাসার দ্বারা যা কিছু করা হয় তা মানুষের দৃষ্টিতে যতই সামান্য বা ঘৃণ্য হোক না কেন, সম্পূর্ণ ফলদায়ক; কেননা ঈশ্বর কাজের পরিমাণের চেয়ে কেউ কতটা ভালবাসা নিয়ে কাজ করেছে সেটাই বিবেচনা করেন। -Testimonies for the Church 2:135. ChSBen 262.3

দশ জন যর্থাথ রূপান্তিরিত,ইচ্ছুক - মনা, নিঃস্বার্থ কর্মী প্রচারক্ষেত্রে একশ লোকের চেয়ে আরও বেশি কাতে পারেন যারা আত্মার প্রতি গভীর ভালবাসা ছাড়াই আত্মস্থাপনা এবং যান্ত্রিক নিয়মনীতি রক্ষার জন্য তাদের প্রচেষ্টা সীমাবদ্ধ রাখে। -Testimonies for the Church 4:602. ChSBen 262.4

আপনার এখন যে যোগ্যতা রয়েছে কিম্বা পরে আপনি যে ক্ষমতা অর্জন করবেন তা আপনার সাফল্য দেবে না। এটা প্রভু আপনার জন্য যা করতে পারবেন সেটাই । মানুষ যা করতে পাওে তার প্রতি আমাদের অনেক কম আস্থা থাকতে হবে, এবং প্রতিটি বিশ্বাসী আত্মার জন্য ঈশ্বর কী করতে পারেন তাতে আমাদের অধিক আস্থা রাখতে হবে। তিনি আকাঙ্ক্ষা করেন আপনি বিশ্বাসে তাঁকে অনুসরণ করবেন। তিনি বাসনা করেন আপনি তাঁর থেকে মহৎ বস্তুগুলি প্রত্যাশা করবেন। তিনি আপনাকে অস্থায়ী এবং আত্মিক বিষয়গুলির উপলব্ধি প্রদান করতে আগ্রহী । তিনি বুদ্ধি তীক্ষ্ণ করতে পারেন। তিনি কৌশল এবং দক্ষতা দান করতে পারেন। আপনার তালন্তকে কর্মে নিয়োগ করুন, ঈশ্বরের কাছে প্রজ্ঞা প্রার্থনা করুন, এটা আপনাকে দেওয়া হবে। -Christ’s Object Lessons,146 ChSBen 262.5

অনুগ্রহরূপ তৈল মানুষকে সাহস দেয়,এবং তাদের ঈশ্বর যে কাজ দিয়েছেন তা প্রত্যহ করবার প্রবৃত্তি যোগায়। পাঁচজন মূর্খ কুমারীর প্রদীপ ছিল (এমন মানে শাস্ত্রীয় সত্য সম্পর্কে জ্ঞান) কিন্তু খ্রীষ্টের অনুগ্রহ তাদের ছিল না। দিনের পরদিন তারা অনুষ্ঠান এবং ব্যাহ্যিক কর্তব্য পালাক্রমে পালন করতেন, কিন্তু তাদের পরিচর্যা ছিল নিষ্প্রাণ, খ্রীষ্টের ধার্মিকতা বিহীন। ধার্মিকতার সূর্য তাদের হৃদয় ও মনের মধ্যে জ্বলেনি, এবং তাদের সত্যের প্রেম ছিল না যা খ্রীষ্টের জীবন,চরিত্র, ও আদর্শ মেনে চলে। অনুগহের তৈল তাদের প্রচেষ্টার সঙ্গে মিশ্রিত ছিল না। তাদের ধর্ম ছিল শস্যবিহীন শুষ্ক তুষ। তারা বিভিন্ন মতবাদকে আকঁড়ে ছিলেন, কিন্তু তাদের খ্রীষ্টের জীবনে তারা ছিলেন প্রবজ্ঞিত, সম্পূর্ণ স্ব-ধার্মিক, এবং খ্রীষ্টের বিদ্যানিকেতনে শিক্ষালাভ থেকে বঞ্জিত, যেগুলি অনুশীলিত হলে তারা পরিত্রণ লাভের জ্ঞানবান হয়ে উঠতেন। -The Review and Herald , March 27,1894. ChSBen 263.1

ঈশ্বরের কাজকে ঐশিক এবং মানবিক সংস্থাগুলির সহযোগিতায় সমাপ্তির দিকে চালিত করতে হবে। যারা স্বাবলম্বী তারা সম্ভবত ঈশ্বরের কাজে সক্রিয় থাকতে পারে; তাবে যদি তারা প্রার্থনাহীন হয় তবে তাদের ক্রিয়াকলাপে কোন লাভ হয় না।তারা যদি স্বর্গদূতের অঙ্গারধানীর দিকে তাকিয়ে থাকে যিনি মেঘধনু-মণ্ডিত সিংহাসনে আগে স্বর্ণবেদীর পাশে দাঁড়িয়ে থাকেন,তারা দেখতে পাবে যে যীশুর গুণ অবশ্যই আমাদের প্রার্থনা ও প্রচেষ্টার সঙ্গে মিশ্রিত হবে কিম্বা সেগুলি কয়িনের নৈবেদ্যের মতো মূল্যহীন । আমরা যদি মানব উপকরণের দেখতে পাব, খ্রীষ্টের গুনে পবিত্রীকৃত কেবল অতিরিক্ত প্রার্থনার মাধ্যমে সাধিত কাজই বিচারে পরীক্ষায় দাড়াঁতে পারবে। যখন মহৎ পর্যালোচনা অনুষ্ঠিত হবে, তখন তোমরা ফিরে আসবে এবং যে ঈশ্বরের সেবা করে এবং তাঁর সেবা করে না তার মধ্যে পার্থক্য উপলব্ধি করবে। -The Review and Herald, July 4,1893. ChSBen 263.2

বৈধ ধর্ম এই যুগে উত্তর দেবে না। আমরা সমস্ত বাহ্যিক সেবার কাজে সম্পাদন করতে পারি, আর তবুও পবিত্র আত্মার তীব্র প্রভাব থেকে বঞ্চিত হতে পারি শিশির ও বৃষ্টিহীন গিলবোয়ার পহাড়গুলির মতো। আমাদের সকলেরই আত্মিক আর্দ্রতা প্রয়োজন ; এবং আমাদের হৃদয় কোমল এবং সংযত করতে আমাদের দরকার ধার্মিকতা সূর্যের উজ্জ্বল কিরণ। আমাদের সর্বদাই নীতির অটল পর্বত হয়ে বিরাজ করতে হবে। বাইবেলের পবিত্র নীতিগুলি শিক্ষা নিয়ে তাকে অভ্যাসে পরিণত করতে হবে। -Testimoies for the Church 6:417,418. ChSBen 263.3

সাফল্য ইচ্ছা এবং শক্তির উপর যতটা নির্ভর করে প্রতিভার উপর ততটা করে না। এটা কোন মহান প্রতিভার অধিকার নয় যা আমাদের গ্রহণযোগ্য পরিষেবা দিতে সক্ষম করে; কিন্তু নিত্য দিনের কর্তব্যগুলির আন্তরিক অনুষ্ঠান, সন্তোষজনক মনোভাব, পরার্থপরতা, অন্যের কল্যাণে আকুল আগ্রহ তা করতে পারে। বিনম্র অমায়িকতার মধ্যে সত্যের উৎকর্ষ রয়েছে। ঐকান্তিক বিশ্বস্ততায় অতি সাধারণ কাজগুলি ঈশ্বরের দৃষ্টিতে মনোহর।- Prophets and Kings ,219. ChSBen 263.4

একটি শক্তিশালী, সুন্দর চরিত্রের প্রতিসম কাঠামো পৃথক কর্তব্যমূলক কর্মের মাধ্যমে নির্মিত হয় । আর বিশ্বস্ততা জীবনে কমবেশী প্রতিভাত হওয়া আবশ্যক। ক্ষুদ্র জিনিসগুলির সংহতি , বিশ্বাসের ছোট ছোট কাজ, এবং দয়ার ছোট ছোট কাজ, জীবনের পথকে আমোদিত করে এবং যখন পৃথিবীতে আমাদের কাজ শেষ হবে, তখন দেখা যাবে যে বিশ্বস্ততার সাথে ছোট্ট ছোট্ট প্রতিটি দায়িত্বই চিরন্তন প্রভাব ফেলেছে।Ñ এমন প্রভাব যা কখনও নষ্ট হতে পারে না। -Patriarchs and Prophets , 574. ChSBen 264.1