Go to full page →

ন্যায্য উপহার ChSBen 267

সদাপ্রভু মঙ্গলময়। তিনি করুণাময় এবং হৃদয়বান। তিনি তাঁর প্রতিটি সন্তানের বিষয়ে পরিচিত। আমাদের কে কি করছি তিনি তা অবগত। কাকে কতটা মর্যাদা দিতে হবে তা তিনি জানেন। আপনি কি আপনার স্তুতি ও নিন্দার তালিকা রেখে,াঈশ্বরের কাজ ঈশ্বরকেই করতে দেবেন না? ঈশ্বর আপনাকে যে কাজ দিয়েছেন আপনি তাতে অংশগ্রহণ করলে, আপনাকে গৌরব মুকুটে ভূষিত করা হবে। -The Southern Watchman, May 14,1903. ChSBen 267.2

প্রভু আকাঙ্খা করেন পুরস্কারের পরিমাণ সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন না করে আমরা যেন তাঁেত বিশ্রাম করি। খ্রীষ্টে যখন আত্মায় বসতি করেন, পুরস্কারের চিন্তা তখন সর্বোচ্চ নয়। এই দৃষ্টিভঙ্গি আমাদের পরিষেবাকে সার্থকতা দেবে না। -Christ’s Object Lessons, 398. ChSBen 267.3

চিলেকোঠা থেকে, ঝুপড়ি থেকে, কালকুঠরি থেকে , মজুরের ভারা থেকে ,পাহাড় এবং মরুভুমি থেকে, পৃথিবীর গুহাগুলি তেকে এবং সমুদ্রের গহ্বর থেকে, খ্রীষ্ট তাঁর সন্তানদের নিজের কাছে একত্র করবেন। পৃতিবীতে তারা নিঃস্ব হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যন্ত্রণা পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ অখ্যাত অবস্থায় কবরে শায়িত হয়েছে, কারণ তারা শয়তানের প্রতারণামূলক দাবিগুলি মানতে অস্বীকার করেছে। মানব আদালতে ঈশ্বরের লোকেরা সবচেয়ে দুষ্কৃতকারী হিসাবে বিবেচিত হয়েছে। কিন্তু সেই দিন নিকটবর্তী যখন” ঈশ্বর স্বয়ং বিচারক,” জগতের বিচার তখন উল্টে যাবে। “তিনি তাঁর প্রজাদের তিরস্কার দুর করবেন।” তাদের প্রত্যেককে দেওয়া হবে সাদা রঙের পোশাক। এবং “তারা প্রভুর উদ্ধারকৃত পবিত্র লোক বলে তাদের অভিহিত করবে।” -Christ’s Object Lessons , 179,180. ChSBen 267.4