Go to full page →

মাণ্ডলিক কাজে যুবগোষ্ঠী ChSBen 34

তারণ্যময় প্রতিভা, সুসংগঠিত এবং সুশিক্ষিত, আমাদের মন্ডলীর জন্য প্রয়োজন। যুবকরা তাদের কূলছাপানো শক্তি দিয়ে কিছু করবে। যদি না এই শক্তিগুলীকে সঠিক ধারায় পরিচালিত করা হয়, তাহলে যুবকগণ এগুলি এমনভাবে ব্যবহার করবে যা তাদের নিজস্ব আত্মিকতায় আঘাত হানবে এবং তাদের সঙ্গীসাথীদের ক্ষতবিক্ষত করবে। -Gospel Workers, 211. ChSBen 34.4

যুবকগণ ঈশ্বরকে হৃদয় দিলেই তাদের জন্য আমাদের দায়দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। তারা অবশ্যই প্রভুর কাজে আগ্রহী হবে, এবং তাদের দেখাতে হবে যে ঈশ্বর আশা করেন তাঁর উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যেন কিছু করে। তাদের কতটা প্রয়োজন তা দেখানো এবং তরুণদের কাজে অংশগ্রহণের অনুরোধ করাটাই যথেষ্ট নয়। গুরুর জন্য কীভাবে কাজ করতে হয় তাদের তা শিখিয়ে দিতে হবে। খ্রীষ্টের জন্য আত্মা জয়ের সর্বোত্তম পদ্ধতিতে তাদের অবশ্যই প্রশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও অনুশীলিত করতে হবে। তাদের যুব সঙ্গীদের সাহায্যের জন্য তাদের শান্তিপূর্ণ, অকপট উপায়ে চেষ্টা করতে শেখান। মিশনারি প্রয়াসের বিভিন্ন শাখাগুলি নিয়মিতভাবে স্থাপন করা হোক, যাতে তারা অংশ নিতে পারে, এবং তাদের নির্দেশনা এবং সাহায্য দেওয়া হোক। এভাবে তারা ঈশ্বরের জন্য কাজ করতে শিখবে। Gospel Workers, 210. ChSBen 34.5