Go to full page →

কুড়ির মধ্যে একজনও প্রস্তুত নয় ChSBen 44

আমি মণ্ডলীর উদ্দেশ্যে একটি গুরুতর বিবৃতি দিচ্ছি যে, চার্চের খাতায় নিবন্ধীকৃত নামের কুড়ির মধ্যে একজনও তাদের পার্থিব ইতিহাস বন্ধ করতে প্রস্তুত নয় এবং তারা সাধারণ পাপীর মত ঈশ্বরবিহীন ও প্রত্যাশাহীন অবস্থা থেকে বের হতে অনিচ্ছুক। তারা ওপরে ওপরে ঈশ্বরের সেবা করলেও তারা ঐকান্তিকভাবে ধনদেবতা ম্যামনের সেবা করে। এই আধাআধি কাজের অর্থ হল স্বীকৃতি না দিয়ে খ্রীষ্টকে অস্বীকার। অনেকে মণ্ডলীতে তাদের নিজস্ব অদমিত আত্মা নিয়ে এসেছেন, অপরিশোধিত; তাদের আত্মিক রুচি তাদের স্বকীয় অনৈতিক, কলঙ্কময় দুর্নীতিতে বিকৃত, তাদের আত্মা জাগতিকতার প্রতীকরূপে অন্তরে এবং উদ্দেশ্যে তাদের লাম্পট্যময় অভিরুচি নিশ্চিত করে এবং তাদের লোকদেখানি খ্রীষ্টীয় জীবন প্রতারণায় পরিপূর্ণ। পাপী হিসাবে জীবন যাপন করে খ্রীষ্টান হওয়ার দাবি! যারা নিজেদের খ্রীষ্টীন বলে দাবি করবে এবং খ্রীষ্টকে স্বীকার করবে তাদের উচিত ঐ ধরনের লোকদের থেকে বেরিয়ে আসা এবং অশুচি জিনিস স্পর্শ না করে পৃথক হয়ে থাকা।... ChSBen 44.5

কলম ফেলে আমি আমার আত্মা প্রার্থনায় ঊর্ধ্বমুখি করি, যেন প্রভু শুষ্ক অস্থির ন্যায় জরাজীর্ণ তাঁর বিপরীতমুখী লোকদের উপর নিঃশ্বাস ফেলে তাদের রক্ষা করেন। শেষকালে নিকটবর্তী, রাত্রিকালীন চোরের ন্যায় গোপনে নিঃশব্দে নীরবে তা আমাদের কাছে এগিয়ে আসছে, নিদ্রাচ্ছন্ন প্রহরী এবং অপ্রস্তুতদের বিস্মিত করতে। প্রভু যেন স্বাচ্ছন্দ্যময় হৃদয়ে পবিত্র আত্মা আনয়ন করেন, যাতে তারা অন্যদের মতো আর নিদ্রাচ্ছন্ন না থাকে, বরং জাগ্রত ও বিনম্র হয়ে ওঠে। -The General Conference Bulletin, 1893, 132, 133. ChSBen 45.1