Go to full page →

মাণ্ডলিক প্রচারবিধি ChSBen 63

কীভাবে শুরু করা যায় তা শেখানো হলে অনেকেই কাজ করতে সম্মত হবেন। তাদের নির্দেশনা এবং উৎসাহ দেওয়া দরকার। খ্রীষ্টান কর্মীদের জন্য প্রত্যেকটি মণ্ডলীর প্রশিক্ষণ স্কুল হওয়া উচিত। এর সদস্যদের কীভাবে বাইবেল পাঠ করা যায়, কীভাবে বিশ্রামবারের শাব্বাথ স্কুল পরিচালনা করা যায়, এবং শেখানো যায় কীভাবে দরিদ্রদের সহায়তা করা যায় এবং অসুস্থদের যত্ন নেওয়া যায় এবং অরূপান্তরিতদের জন্য কীভাবে কাজ করা যায় তা শিক্ষা দেওয়া আবশ্যক। খ্রীষ্টান সহায়তা কর্মের বিভিন্ন লাইনে স্বাস্থ্য স্কুল, রান্না শিক্ষার স্কুল প্রভৃতি নানা শিক্ষা ব্যবস্থা থাকবে। সেখানে কেবল শিক্ষকতা করা নয়, বরং অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে প্রকৃত কাজ করা উচিত। শিক্ষকদের উচিত মানুষের মধ্যে কাজ করার পথে নেতৃত্ব দেওয়া, আর অন্যেরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের আদর্শ থেকে শিক্ষা নেবেন। অসংখ্য প্রস্তাবের চেয়ে দৃষ্টান্তের গুরুত্ব অনেক বেশি। -The Ministry of Healing, 149. ChSBen 63.3