Go to full page →

প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব ChSBen 64

যখন প্রতিশ্রুতিময় এবং ক্ষমতাবান মানুষরা মন পরিবর্তন করেন, তীমথিয়, পৌল ও বার্ণাবার মতো, তাদের দ্রাক্ষাক্ষেত্রে পরিশ্রমের প্রয়োজনীয়তা প্রদর্শন করানোর জন্য আন্তরিক চেষ্টা করা হয়েছিল। আর প্রেরিতগণ যখন অন্যত্র চলে গেলেন, তখন এই লোকদের বিশ্বাস বিফলে গেল না, বরং বেড়ে গেল। তাদের বিশ্বস্তভাবে প্রভুর পথে নির্দেশনা দেওয়া হয়েছিল, এবং তাদের সহমানবদের মুক্তির জন্য কিরূপে নিঃস্বার্থভাবে, আন্তরিকতার সঙ্গে, ও একনিষ্ঠভাবে শ্রম করা যায় তা তাদের শেখানো হয়েছিল। নতুন মন পরিবর্তনকারীদের বিষয়ে এ যত্নশীল প্রশিক্ষণটি পৌল এবং বার্ণাবার বিজাতীয় অঞ্চলে সুসমাচার প্রচারের ক্ষেত্রে অসামান্য সাফল্যের এক গুরুত্বপূর্ণ কারণ ছিল। -The Acts of the Apostles, 186, 187. ChSBen 64.3

মণ্ডলী প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই তাদের সামনে এমন ব্যবস্থা রাখতে হবে যে তাদের মধ্যে থেকেই অনেকে অন্যদের মাঝে সত্য প্রচারে নিযুক্ত হবেন এবং নতুন নতুন মণ্ডলী গড়ে তুলবেন; সুতরাং তারা অবশ্যই সব কাজ করবেন, এবং ঈশ্বর প্রদত্ত তাদের সমুদয় প্রতিভাবে চূড়ান্তরূপে বিকাশ করবেন এবং তাদের প্রভুর পরিচর্যার নিযুক্ত হওয়ার জন্য তাদের মনকে প্রশিক্ষিত করবেন। -Testimonies for the Church 3:205. ChSBen 65.1

সঠিক মানসিকতার কর্মীদের চাহিদায় মিশনারি প্রচেষ্টা অবিচ্ছিন্নভাবে তৎপর থাকবে Ñ এমন শ্রেণীর কর্মীরা ভক্তিমান ও ধার্মিক বলে তাই আমাদের বিশ্বাস য়থাযথভাবে উপস্থাপন করতে সক্ষম হবে। অনেকেই মিশনারি হওয়া উচিত ছিল, কিন্তু তারা কদাপি প্রচারক্ষেত্রে প্রবেশ করেন না কারণ যাদের সঙ্গে তারা মাণ্ডলিক বলয়ে এবং শিক্ষালয়ে মেলামেশা করেছেন তাদের মধ্যে কর্মের দায়ভার দেখা যায় না এবং তাদের সমগ্র ক্ষমতার উপর ঈশ্বরের দাবী তারা তাদের সামনে তুলে ধরেন না এবং তাদের সঙ্গে এবং তাদের জন্য তারা প্রার্থনা নিবেদন করেন নি। - Counsels to Parents, Teachers and Students, 500, 501. ChSBen 65.2

যাদের চার্চের আত্মিক তত্ত্বাবধান রয়েছে তাদের উচিত এমন উপায় নির্ধারণ করা যার মাধ্যমে মণ্ডলীর প্রতিটি সদস্যকে ঈশ্বরের কাজে কিছু অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে। বিগত দিনে এটা প্রায়শই করা হয়নি। পরিকল্পনাগুলি পরিষ্কারভাবে স্থাপন করা হয়নি এবং পুরোপরি কার্যকর করা হয়নি, যার মাধ্যমে সকলের প্রতিভা সক্রিয় পরিষেবায় নিযুক্ত হতে পারে। এতে যে কতটা ক্ষতি হয়েছে তা খুব কম লোকই উপলব্ধি করেছেন।- Testimonies for the Church 9:116. ChSBen 65.3

প্রত্যেক মণ্ডলীতে সদস্যদের এত প্রশিক্ষিত করতে হবে যে তারা খ্রীষ্টের জন্য আত্মা জয়ের কাজে সময় দেবেন। গির্জায় সদস্যগণ প্রকৃতপক্ষে যদি আলো বিতরণ না করেন তাহলে কীভাবে তাদের বলা যেতে পারে, “তোমরা জগতের জ্যোতি?” যারা খ্রীষ্টের পালের দায়িত্বে আছেন তারা কর্তব্যে সচেতন হোন এবং অনেক মানুষকে কাজে নিয়োগ করুন। -Testimonies for the Church 6:436. ChSBen 65.4