Go to full page →

দৃশ্যপটে খ্রীষ্টান জীবন ChSBen 108

যে হৃদয় ঈশ্বরের বাক্য গ্রহণ করে তা শুকিয়ে যাওয়া জলাধারের মতো নয়, সম্পদ হারানো ভগ্ন চৌবাচ্চার মতো নয়। এটি পাহাড়ের স্রোতের মতো, অবিচ্ছিন্ন ঝরণা ধারায় পরিপূর্ণ , যার শীতল , ঝলমলে জলরাশি পাথরে পাথরে আছড়ে পড়ে, ক্লান্ত, তৃষ্ণার্ত ভারাক্রান্তদের তরতাজা করে । এটি একটি নদীর তুল্য যা প্রতিনিয়ত প্রবাহিত হয়, এবং যতই অগ্রসর হয়, গভীর ও প্রশস্ত হতে থাকে , যতক্ষণ না তার জীবনদায়ী জল সমগ্র ভুবনে ছড়িয়ে পড়ে। নদী কুলু কুলু স্বরে গান গাইতে গাইতে পথ চলে, পিছনে রেখে যায় তাজা শ্যামলিমা ও উর্বরতার উপহার । এর তীরের তৃণদল টাটকা সবুজ , বৃক্ষরাজি শ্যামল , সুন্দর , পুষ্পরাশি আরও মনোহর । গ্রীষ্মের তীব্র তাপে যখন বসুন্ধরা রিক্ত এবং ধূসর হয় তখন সবুজ রেখা নদীর অবস্থান চিহ্নিত করে। ChSBen 108.1

ঈশ্বরের প্রকৃত সন্তানের ক্ষেত্রেও একই রকম। খ্রীষ্টের ধর্ম নিজেই নিজেকে একটি প্রাণবন্ত , বিস্তৃত নীতি, একটি জীবন্ত কার্যকরাী, আত্মিক শক্তিরূপে প্রকাশ করে। সত্য ও প্রেমের দিব্য প্রভাবের জন্য যখন হৃদয় উন্মুক্ত হবে, তখন এই নীতিগুলি মরু উপত্যকায় স্রোতধারার মতো পুনরায় প্রবাহিত হবে, এখন যেখানে অনুর্বরতা এবং অভাব সেখানটা ফুলেফলে ভরে যাবে। -Prophets and Kings,233,234. ChSBen 108.2