Go to full page →

অনধিকার অজুহাত ChSBen 110

যীশু যখন চলে গেলেন তখন তিনি প্রত্যেক মানুষের কাছে আপনার কাজ রেখে গিয়েছিলেন , এবং ” করার কিছু নাই ” একটি অন্যায় অজুহাত। ভাইদের মধ্যে পরীক্ষার কারণ হল” কিছুই করার নাই কেননা শয়তান তার নিজস্ব পরিকল্পনায় অলসদের মনকে ভরিয়ে দিয়ে তাদের কাজে লাগায়। ... ” কিছুই করার নাই” ভাইদের বিরুদ্ধে মন্দ সাক্ষ্য বহন করে এবং খ্রীষ্টের মন্ডলীর মধ্যে বিভেদ সৃস্টি করে। যীশু বলেছেন, ” যে আমার সহিত কুড়ায় না, সে ছড়াইয়া ফেলে। ” -The Review and Herald , March 13,1888. ChSBen 110.3

ভাই ও বোনেরা, আপনাদের অনেকে অন্যের জন্য কাজ করতে নিজেদের অক্ষমতার অজুহাত দেখিয়ে নিজেকে শ্রম থেকে অব্যাহতি দেন। কিন্তু ঈশ্বর কি আপনাকে এতটা অক্ষম করেছিলেন? এই অক্ষমতাটি কি আপনার নিজের নিষ্ক্রিয়তার এবং নিস্ব ইচ্ছাকৃত অভিরুচিতে উৎপন্ন হয়নি? ঈশ্বর কি আপনার নিজের সুবিধার্থে পরিতৃপ্তির জন্য নয় বরং তাঁর জন্য বিকাশের নিমিত্ত একটি অন্তত প্রতিভা আপনাতে দেননি? তাঁর ভাড়া করা দাস হিসেবে, আপনি কি আপনার বাধ্যবাধকতা উপলব্ধি করতে পেরেছেন যে এই পুঁজি বুদ্ধিপূর্বক এবং নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করে তাঁর কাছে রাজস্ব আনতে হবে? আপন কি এই পর্যন্ত আপনার ক্ষমতা উন্নত করার সুযোগ অবহেলা করেন নি? এটা সবৈব সত্য যে কিছু লোকের ঈশ্বরের প্রতি তাদের দায়বদ্ধতা প্রসঙ্গে কোন বাস্তব অনুভূতি নাই । -Testimonies for the Church 5:457. ChSBen 110.4

অনেকেরই ধারণা, তাদের জীবন যদি কর্মময়, ব্যবসয়িক জীবন হয় , তারা আত্মার মুক্তির জন্য কিছুই করতে পারেন না, তাদের মুক্তিদাতার উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে তাদের কিছুই করনীয় নাই । তারা বলেন যে তারা আধখাবলা জিনিস করেন না তাই তারা ধর্মীয় কর্তব্য এবং ধর্মীয় অনুশীলন থেকে সরে থাকেন এবং নিজেদের জাগতিকতায় ডুবিয়ে রাখেন। তারা তাদের ব্যবসাকে প্রাথমিক করে ঈশ্বরকে ভুলে যান, এবং ঈশ্বর তাদের প্রতি অসন্তুষ্ট হন। যদি কেউ এমন ব্যবসায় কর্মে নিযুক্ত থাকেন যেখানে দিব্য জীবনের উন্নতি হয় না এবং ঈশ্বরের ভয়ে খাটি ধার্মিকতা অর্জনের সুযোগ হয় না , তবে তারা ব্যবসা বদলে ফেলুন যেখানে প্রতি মুহূর্তে তারা যীশুকে সঙ্গে পাবেন। -Testimonies for the Church 2:233, 234. ChSBen 110.5