Go to full page →

এক প্রাণ শ্রোতৃমন্ডলী ChSBen 118

খ্রীষ্টের কাজ মূলত ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধমে সাধন করা হয়েছিল। এক আত্মার শ্রোতাদের প্রতি তাঁর সুনজর ছিল । ঐরূপ একটি আত্মার প্রাপ্ত চেতনা হাজার হাজার মানুষে সঞ্চারিত হয়েছিল। -Testimonies for the Church 6:115. ChSBen 118.2

তিনি ক্লান্ত এবং পরিশ্রান্ত ছিলেন; তবুও একজন স্ত্রীলোকের সঙ্গে কথা বলার সুযোগকে তিনি অবহেলা করেন নি, যদিও তিনি ছিলেন অপরিচিতা, ইস্্রায়েলের এক বিদেশিনী এবং প্রকাশ্য পাপে লিপ্ত। -The Desire of Ages, 194. ChSBen 118.3

ত্রাণকর্তা স্থানীয় মন্ডলীগুলির সমবেত হওয়ার অপেক্ষা করেন নি। প্রায়শই তিনি তাঁকে ঘিরে থাকা কয়েকজন মানুষকে নিয়েই তাঁর শিক্ষাদান শুরু করতেন, কিন্তু একে একে পথচারীরা শোনার জন্য থেমে যেতেন, অবশেষে এক বিশাল জনতা সমবেত হয়ে পরম বিস্ময়ে স্বর্গপ্রেরিত শিক্ষাগুরুর মধুর বাণী শ্রবণ করতেন। খ্রীষ্টের পক্ষে কর্মী মনে করতেন না যে তিনি কয়েকজন শ্রোতার মধ্যে কেন বৃহৎ সংস্থার মতো আন্তরিকভাবে কথা বলতে পারবেন না। বার্তা শ্রবণের জন্য কেবল একজনও থাকতে পারে; তবে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হবে কে বলতে পারে? একজন শমরীয় স্ত্রীলোকের ত্রাণকর্তার সময় দেওয়াটা, এমনকি তাঁর শিষ্যদের কাছে ছোট বিষয় মনে হয়েছিল। কিন্তু তিনি রাজা, কাউন্সিলর কিম্বা মহাযোজকের চেয়ে তার সাথে আরও ঐকান্তিকতা এবং স্পষ্টতার সঙ্গে ভাব বিনিময় করেছিলেন। যে শিক্ষা তিনি ঐ স্ত্রীলোকটিকে দিয়েছিলেন তা পৃথিবীর প্রত্যন্ত সীমানায় পুনরাবৃত্ত হয়েছিল। -The Desire of Ages, 194. ChSBen 118.4