Go to full page →

কার্যকর দৃষ্টান্ত সকল ChSBen 126

তাঁর করুণার বার্তাগুলি তাঁর শ্রোতাদের প্রয়োজনে ভিন্ন রকমের ছিল তিনি জানতেন ” ক্লান্ত হওয়ার মরশুমে কিভাবে কথা বলতে হয়; ” কেননা তাঁর অধরে অনুগ্রহ ঢেলে দেওয়া হয়েছিল, যাতে তিনি সত্যের নিধি সর্বাপেক্ষা আর্কষণীয় পন্থায় মানুষের কাছে পৌছে দিতে পারেন। কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার মোকাবিলার কৌশল তাঁর জানা ছিল , আর তাদের দৃষ্টিনন্দন দৃষ্টান্ত দিয়ে তিনি মুগ্ধ করেছিলেন। কল্পনাকে অবলম্বণ করে তিনি মানুষের অন্তরে পৌছেছিলেন। তাঁর দৃষ্টান্ত গুলি দৈনন্দিন জীবনের জিনিস থেকে গৃহীত হয়েছিল, এবং যদিও সেগুলি সাধারণ, তার মধ্যে ছিল অর্থের বিশাল গভীরতা। আকাশের পাখি, মাঠের লিলি, বীজ, রাখাল এবং মেষ -এই দৃষ্টান্তগুলির মাধ্যমে খ্রীষ্ট অভিনাশী সত্যকে চিত্রিত করেছেন; এবং তারপরে তাঁর শ্রোতাগণ যখন প্রকৃতিতে এই বিষয় গুলি দর্শনের সুযোগ পেয়েছিলেন, তাদের তাঁর কথা স্মরণে এসেছিল। খ্রীষ্টের দৃষ্টান্ত সকল ক্রমাগত তাঁর শিক্ষামালার পুনরাবৃত্তি করেছে। -The Desire of Ages, 254. ChSBen 126.2

প্রেরিত প্রতিমাপূজকদের সৃষ্টিকর্তা ঈশ্বর, এবং তাঁর পুত্র, মানব জাতির ত্রাণকর্তার বিষয়ে জ্ঞাণ দেওয়ার চেষ্টা করেছিলেন। তারা সর্বাগ্রে ঈশ্বরের বিস্ময়কর কাজের দিকে দৃষ্টি আকৃষ্ট করেছিলেন। সূর্য , চন্দ্র এবং তারামন্ডল, ঋতুগুলির সুন্দর পুনরাবর্তন, সদৃঢ় তুষারাবৃত পর্বতমালা, উচ্চ বৃক্ষরাজি, এবং প্রকৃতির অন্যান্য বিস্ময়, যা মানবিক বোধগম্যতার অতীত দক্ষতাকে প্রকাশ করে। সর্বশক্তিমানের এই কাজের মধ্যে দিয়ে প্রেরিতগন বিশ্ববাসীর মনকে মহাবিশ্বের মহান শাসকের চিন্তায় নিয়ে গিয়েছিলেন। -The Acts of the Apostles. 180. ChSBen 126.3