Go to full page →

দুজন দুজন করে প্রেরণ ChSBen 128

বারোজনকে নিজের কাছে ডেকে যীশু তাদের দুজন দুজন করে গ্রামে ও শহরে যেতে আদেশ করেন। কাউকে একা পাঠানো হয়ন, কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে, বন্ধু বন্ধুর সঙ্গে যুক্ত ছিলেন। এতে তারা একে অপরকে সাহায্য ও উৎসাহিত করতে পারতেন, একত্রে পরামর্শ ও প্রার্থনা করতে পারতেন, একের শক্তি অপরের দুর্বলতার পরিপূরক হত। একইভাবে তিনি পরে সত্তর জনকে প্রেরণ করেন। ত্রাণকর্তার অভিপ্রায় ছিল সুসমাচার প্রচারকগণ এইভাবে একত্রিত থাকবেন। এই দৃষ্টান্ত যদি আমাদের সময়েরও আন্তরিকভাবে অনুসরণ করা যেত তাহলে প্রচারের কাজ অত্যন্ত ফলপ্রসু হত। -The Desire of Ages, 350. ChSBen 128.4