তথাকথিত বিজ্ঞান এবং ধর্মকে, একটির বিরুদ্ধে অপরটিকে দাঁড় করাইবে কারণ সীমিত মানুষ ঈশ্বরের মহত্ত্ব ও পরাক্রম বুঝিতে পারে না। পবিত্র শাস্ত্রের এই কথাগুলি আমার সম্মুখে আনা হইয়াছিল “এবং তোমাদের মধ্য হইতেও কোন কোন লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কহিবে” [প্রেরিত ৩০:৩০]। ইহা নিশ্চিতরূপে ঈশ্বরের লোকদের মধ্যে দেখা যাইবে। —Ev 593 (1890). LDEBeng 126.1
যখন ঝাঁকুনীর সময় আসিবে, মিথ্যা মতবাদ প্রবর্তনের দ্বারা এই সকল অগভীর পাঠকেরা, যাহারা কোন স্থানে দৃঢ় নহে, স্থানান্তরশীল বালুকার ন্যায় হইবে। তাহারা তাহাদের তিক্ততার অনুভূতির ধারা খাপ খাওয়াইতে যে কোন অবস্থানে সরিয়া যাইতে পারে। —TM 112 (1897). LDEBeng 126.2
সত্যের প্রেম প্রাপ্ত না হওয়ায় তাহারা শত্রুর প্রতারণায় পতিত হইবে; তাহারা প্রলুব্ধকারী আত্মা ও দিয়াবলের মতবাদে কর্ণপাত করিবে এবং বিশ্বাস হইতে সরিয়া যাইবে। —6T 401 (1900). LDEBeng 126.3
শত্রু ভ্রান্ত মতবাদ আণয়ন করিবে, যেমন ধর্মধাম নাই মতবাদ। এই একটি বিষয় যদ্বারা বিশ্বাস হইতে সরিয়া যাওয়া ঘটিবে। — Ev 224 (1905). LDEBeng 126.4