অনেক তারকা যাহাদের উজ্জ্বল্যের নিমিত্ত বিমুগ্ধ হইয়াছি তাহারা তখন অন্ধকারে নিভিয়া যাইবে। —PK 188 (c. 1914). LDEBeng 127.2
মনুষ্য যাহাদিগকে তিনি বহুল পরিমানে সম্মানিত করিয়াছেন, তাহারা, পৃথিবীর ইতিহাসের শেষ দৃশ্যে প্রাচীন ইস্রায়েলের নক্সায় চলিবে।... খ্রীষ্ট তাহা শিক্ষামালায় যে সকল নীতিমালা স্থাপন করিয়া গিয়াছেন, তাহা হইতে সরিয়া যাওয়া, মনুষ্যপ্রকল্প কার্য্যকরী করা, লুসিফরের বিপথগামী কার্যকলাপের অধীনে মন্দকার্য্যকে শাস্ত্র ব্যবহার করিয়া বৈধতা প্রদান দ্বারা ভূলবোঝা লোকদিগকে আশ্বস্ত করিবে, এবং মন্দাভ্যাস হইতে দূরে থাকিতে তাহাদের যে সত্যের প্রয়োজন তাহা তাহাদের অন্তর হইতে ছিদ্র পাত্র হইতে জল পড়ার ন্যায় পড়িয়া যাইবে। — 13 MR 379, 381 (1904). LDEBeng 127.3
অনেকে দেখাইবে যে, তাহারা খ্রীষ্টের সহিত এক নহে তাহারা পৃথিবীর প্রতিমৃত নহে, তাহারা তাঁহার সহিত বাস করিতে পারে, এবং যাহারা দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন সেই সকল লোকদের মধ্যে প্রায়ই পদস্খলন হইবে — RH Sept. 11. 1888. LDEBeng 127.4