আত্মার প্রভাবে অনুতাপ ও স্বীকারোক্তি পাপ ক্ষমার প্রশংসা সঙ্গীতের সহিত মিশ্রিত হইল...সহস্র সহস্র এক দিনে মন পরিবর্তন করিল ।... LDEBeng 132.4
পবিত্র আত্মা.... তাহাদিগকে সাবলিল ভাষায় কথা বলিতে সাহায্য করিলেন যাহার সহিত তাহারা পূর্বে পরিচিত ছিল না।... পবিত্র আত্মা তাহাদের নিমিত্ত যাহা করিলেন তাহা তাহারা তাহাদের সমগ্র জীবনে করিতে পারিত না। -AA 38-40 (1911). LDEBeng 132.5
তাহাদের হৃদয় সদাশয়তায় এত অধিক পূর্ণ, এত গভীর ও এত সুদূর প্রসারী হইয়াছিল যে ইহা তাহাদিগকে পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যাইতে ও খ্রীষ্টের শক্তির পক্ষে সাক্ষ্যদিতে প্রণোদিত করিল । - AA 46 (1911). LDEBeng 132.6
পঞ্চাশত্তমীর দিনে আত্মার বর্ষণের ফলাফল কী হইয়াছিল? জনবসতিপূর্ণ পৃথিবীর সুদূর প্রান্ত পর্য্যন্ত উত্থিত ত্রাণ কর্তার সুসমাচার পরিবাহিত হইল।...মন্ডলী চতুর্দিক হইতে মন পরিবর্তনকারীদিগকে আসিতে দেখিল। পদস্খলিতগণ পুনরায় মনপরিবর্তন করিল।...খ্রীষ্টের চরিত্রের ন্যায় প্রকাশ এবং তাঁহার রাজ্য বিস্তারের নিমিত্ত পরিশ্রম করা বিশ্বাসীগণের আকাঙ্খা ছিল। —AA 48 (1911). LDEBeng 132.7