শিষ্যেরা পঞ্চাশত্তমীর দিনে যেরূপ প্রার্থনা করিয়াছিল, আমাদেরও তদ্রুপ একাগ্রভাবে প্রার্থনা করিতে হইবে। সেই সময় যদি তাহাদের প্রয়োজন হইয়া থাকে, বর্তমানে আমাদের আরও অধিক প্রয়োজন। — 5T158 (1882) LDEBeng 134.4
পবিত্র আত্মার অবতরণ ভবিষ্যতে ঘটিবে বলিয়া মন্ডলী আশা করে, কিন্তু মন্ডলীর তাহা এখনই পাইবার বিশেষ অধিকার রহিয়াছে; ইহার নিমিত্ত অন্বেষণ কর, প্রার্থনা কর, বিশ্বাস কর। আমাদিগকে অবশ্যই ইহা পাইতে হইবে, এবং স্বর্গ ইহা প্রদান করিবার অপেক্ষায় রহিয়াছে। — Ev 701 (1895). LDEBeng 134.5
আমাদের ইচ্ছা এবং বিশ্বাসের অনুশীলনের অনুপাত অনুযায়ী আমরা পবিত্র আত্মা প্রাপ্ত হইব, এবং জ্যোতি এবং জ্ঞান ব্যবহারের ক্ষমতানুযায়ী আমাদিগকে দত্ত হইবে। -RH May 5, 1896. LDEBeng 134.6
আমরা আমাদের আবেদন ও পবিত্র আত্মা দান করিবার নিমিত্ত সদাপ্রভুকে যথেষ্ট বিরক্ত করিতে ইচ্ছুক নহি। সদাপ্রভু এই ব্যাপারে তাহাকে বিরক্ত করিতে বলেন। তিনি চাহেন যেন আমরা আমাদের সকল আবেদন সিংহাসনের দিকে সাগ্রহে প্রেরণ করি। -FF 537 (1909). LDEBeng 134.7