শয়তান বায়ুমন্ডলে কার্য্য করিতেছে; সে বায়ুমন্ডল দূষিত করিতেছে, আর আমরা এইস্থানে আমাদের বর্তমান ও অনন্তজীবনের নিমিত্ত ঈশ্বরের উপর নির্ভরশীল আছি। আমরা যে পরিস্থিতিতে অবস্থান করিতেছি, তাহাতে আমাদিগকে সম্পূর্ণ জাগরিত, সম্পূর্ণ নিবেদিত, সম্পূর্ণ পরিবর্তিত এবং ঈশ্বরের নিকটে সম্পূর্ণ পবিত্র থাকিতে হইবে। কিন্তু আমরা পক্ষাঘাতীর ন্যায় বসিয়া রহিয়াছি, স্বর্গের ঈশ্বর আমাদিগকে সজাগ করুন। —2 SM 52 (1890) LDEBeng 22.1
জীবন এবং পুষ্টির একটি উস, বাতাসকে মারাত্মক পূতিবাষ্প দ্বারা দূষিত করিতে অন্ধকারের শক্তিসমূহকে ঈশ্বর বাধা দিয়া রাখেন নাই। কেবল উদ্ভিদ জগ ক্ষতিগ্রস্ত হয় না মহামারী দ্বারা মনুষ্যেরাও কষ্ট পায়।--- ইহা এই পৃথিবীতে পতিত ঈশ্বরের রোষমদিরার ৩ ঈশ্বর যাহা অনুমোদন করেন বা বাধা প্রদান করেন না তাহার দায়িত্ব গ্রহন করেন। মাত্ৰা ৭:৩; ৮:৩২; ১ বংশা ১০:৪, ১৩, ১৪ দেখুন । ফল, কিন্তু ইহা অদূর ভবিষ্যতে যাহা ঘটিবে তাহার খুবই ক্ষীণ প্রকাশ । -35 SM 391 (1891) LDEBeng 22.2
দূর্ভিক্ষ বৃদ্ধি পাইবে। মহামারী সহস্র সহস্র প্রাণ ধ্বংস করিবে। বর্হিশক্তি এবং শয়তানে অন্তর্ঘাত হইতে আমাদের চতুর্দিকে বিপদ আসিতেছে কিন্তু এখন ঈশ্বরের প্রতিরোধ শক্তি প্রয়োগ করা হইতেছে। — 19 MR 382 (1897) LDEBeng 22.3
আমাদের দেখান হইয়াছে যে ঈশ্বরের আত্মাকে পৃথিবী হইতে প্রত্যাহার করা হইয়াছে। যাহারা ঈশ্বরের আজ্ঞার অসম্মান করিতেই থাকিবে তাহাদের প্রতি ঈশ্বরের রক্ষাশক্তি বন্ধ হইয়া যাইবে। অস লেনদেন, হত্যা এবং নানা প্রকার অপরাধের সংবাদ দৈনিক আমাদের নিকট আসিতেছে। পাপ এখান এত সাধারণ বস্তুতে পরিণত হইয়াছে যে, এখন তাহা আর পূর্বের ন্যায় বোধকে আশ্চয্যান্বিত করেনা। - - Letters 258, 1907 LDEBeng 22.4