আমাদের কাহাকেও একাকী দাঁড়াইতে হইবে ইহা সম্ভব বলিয়া মনে হয় না, কিন্তু ঈশ্বর যদি কখনও আমার দ্বারা কথা বলিয়া থাকেন, সময় আসিবে যখন আমাদিগকে পরিষদ মন্ডলীর সম্মুখে আনা হইবে, তাঁহার নামের কারণে সহস্র সহস্রের সন্মুখে আনা হইবে, এবং প্রত্যেককে তাহার বিশ্বাসের নিমিত্ত কারণ দর্শাইতে হইবে। অতঃপর সত্যের পক্ষে লওয়া প্রত্যেকটি অবস্থানের উপরে তীব্রতম সমালোচনা উপস্থিত হইবে। এই কারণে, আমাদের ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা প্রয়োজন, যেন আমরা যে ধর্মতত্ত্ব সুপারিশ করি তাহাকে বিশ্বাস করি তাহা জানিতে পারি।- —RH Dec 18, 1888. LDEBeng 148.8
অনেককে আইন আদালতে দাঁড়াইতে হইবে; অনেককে রাজন্যবর্গের ও পৃথিবীর পন্ডিতগণের সম্মুখে তাহাদের বিশ্বাসের নিমিত্ত উত্তর দিতে হইবে। যাহাদের সত্য সম্পর্কে কেবল অগভীর জ্ঞান রহিয়াছে তাহারা পরিস্কার ভাবে শাস্ত্র ব্যাখ্যা করিতে এবং তাহাদের বিশ্বাস সম্পর্কে নির্দিষ্ট কারণ দর্শাইতে পারিবে না। তাহারা বিভ্রান্ত হইয়া পড়িবে এবং সে লজ্জা- -করিবার-প্রয়োজন-নাই-কার্য্যকরী থাকিবে না। কেহ মনে না করুক, যেহেতু সে পবিত্র মঞ্চে দাড়াইয়া প্রচার করে বলিয়া তাহার অধ্যয়নের প্রয়োজন নাই। তুমি জাননা ঈশ্বর কখন তোমার নিকট কি দাবী করেন। —FE 217 (1893). LDEBeng 149.1