বেশ কিছু সংখ্যক এখনও তাহাদের অবস্থান লইবার নিমিত্ত ইহা দেখিতে পাইতেছে না, কিন্তু এই সকল বিষয় তাহাদের জীবনকে প্রভাবিত করিতেছে, আর যখন বার্তা উচ্চরবে ঘোষিত হইতে থাকিবে, তাহারা ইহার নিমিত্ত প্রস্তুত থাকিবে। তাহারা বেশী সময় ইতস্তত করিবে না; তাহারা বাহির হইয়া আসিয়া তাহাদের অবস্থান গ্রহণ করিবে। — EV300, 301 ( 1890). LDEBeng 151.4
শীঘ্রই পৃথিবী নিবাসীগণের নিকট শেষ পরীক্ষা উপস্থিত হইবে। এই সময় তাক্ষণিক সিদ্ধান্ত লওয়া হইবে । বাক্যের উপস্থাপনায় যাহাদের বিশ্বাস উপাদিত(অপরাধবোধ) হইয়াছে তাহারা যুবরাজ ইম্মানুয়েলের রক্তরঞ্জিত পতাকাতলে নিজেদিগকে সারিবদ্ধ করিবে। — 9T149 (1900). LDEBeng 151.5
প্রত্যেকটি প্রকৃত সৎ আত্মা সত্যের আলোকের নিকট আসিবে। —GC 522 (1911). LDEBeng 151.6
পবিত্র আত্মার গভীর বিশ্বাস উৎপাদনের মাধ্যমে বার্তা যত দূর পরিবাহিত হইবে, যুক্তি তর্ক দ্বারা তত দূর হইবে না। যুক্তি তর্ক উপস্থিত করা হইয়াছে। বীজ বপন করা হইয়াছে, এখন অঙ্কুরিত হইবে ও ফল উৎপাদন করিবে। মিশনারী কার্য্যকারীদের দ্বারা বিতারিত পত্রিকাদি বিস্তার করিয়াছে, তথাপি অনেকে যাহারা অনুপ্রাণিত হইয়াছে তাহাদিগকে সত্যবুঝিতে ও বাধ্য হইতে বাধাপ্রদান করা হইয়াছে। এখন আলোক রশ্মি সর্বত্র প্রবেশ করিতেছে। সত্য ইহার স্বচ্ছতায় দৃষ্ট হইতেছে এবং ঈশ্বরের সাধু সন্তানগণ তাহাদের বন্ধন মুক্ত করিতেছে। পারিবারিক বন্ধন মন্ডলীর সম্পর্ক, তাহাদিগকে আটকাইয়া রাখিতে ক্ষমতাহীন। আর সবকিছু হইতে সত্য বেশী মূল্যবান। সত্যের বিপক্ষের সকল মাধ্যমের সম্মিলিত বাধা সত্ত্বেও প্রভূর পক্ষ্যে অবস্থান গ্রহণ করিবে। -GC 612 (1911) LDEBeng 151.7