কেবল যাহারা খ্রীষ্টের ন্যায় চরিত্র বিশিষ্ট তাহাদের উপরে জীবন্ত ঈশ্বরের মুদ্রাঙ্ক স্থাপন করা হইবে। -- 7BC 970 (1895). LDEBeng 157.4
যাহারা জীবন্ত ঈশ্বরের মুদ্রাঙ্ক প্রাপ্ত হয় এবং সঙ্কট কালে সুরক্ষিত হয়, তাহারা অবশ্যই পূর্ণরূপে যীশুর প্রতিমূর্তি প্রতিফলন করিবে --EW71(1851) LDEBeng 157.5
অপবিত্র পুরুষ কিংবা নারীর কপালে ঈশ্বরের মুদ্রাঙ্ক কখনই স্থাপন করা হইবে না । উচ্চাভিলাষী এবং জগৎ প্রেমী কোন নর-নারীর, কপালে ইহা স্থাপন করা হইবে না। মিথ্যা জিহ্বা অথবা প্রতারণাপূর্ণ অন্তর বিশিষ্ট নর-নারীর কপালে ইহা কখনই স্থাপন করা হইবে না। যাহারা মুদ্রাঙ্ক প্রাপ্ত হয় তাহাদিগকে অবশ্যই ঈশ্বরের সম্মুখে নিষ্কলঙ্ক ও স্বর্গের প্রার্থী হইতে হইবে। --5T 216 LDEBeng 157.6
বাধ্যতা দ্বারা প্রেম প্রকাশিত হয়, এবং সিদ্ধ প্রেম সকল ভয়কে বাহির করিয়া দেয় যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহাদের ললাটে/কপালে ঈশ্বরে মুদ্রাঙ্ক থাকিবে এবং তাহারা ঈশ্বরের কার্য্য করিবে। -- 5D51 (1894 ) LDEBeng 157.7
যাহারা জগৎকে, সাহসকে এবং দিয়াবলকে জয় করিবে তাহারা প্রিয়পাত্র হইবে যাহারা জীবন্ত ঈশ্বরের মুদ্রাঙ্ক পাইবে - TM445 (C. 1886). LDEBeng 157.8
খ্রীষ্টে নর-নারীদের পূর্ণ মর্য্যাদা লাভ করিবার নিমিত্ত আমরা কি আমাদের ঈশ্বর দত্ত শক্তি দিয়া চেষ্টা করিতেছি? আমরা কি তাঁহার পূর্ণতা অন্বেষণ করিতেছি ক্রমন্বয়ে উর্দ্ধে উঠিতেছি, তাঁহার চরিত্রের সিদ্ধতা লাভের নিমিত্ত চেষ্টা করিতেছি? ঈশ্বরের দাসগণ যখন এই স্থান পর্যন্ত পৌঁছিবে, তাহারা তাহাদের কপালে মুদ্রাঙ্কিত হইবে। লিপিবদ্ধ কারী দূত বলিবেন, “সমাপ্ত হইল” সৃষ্টি ও পুনরুদ্ধার দ্বারা তাহার যাঁহার, তাহারা তাঁহাতে পূর্ণ হইবে। --3SM427(1899). LDEBeng 157.9