লোট যখন তাহার পরিবারের সদস্যদের এদন ধ্বংসের বিষয় সতর্ক করিয়াছিল, তখন তাহারা তাহার কথায় কর্ণপাত করে নাই, কিন্তু তাহাকে একজন উগ্র গোঁড়া অতিউসাহী ব্যাক্তি বলিয়া জ্ঞান করিয়াছে। ধ্বংস আসিয়া তাহাদিগকে অপ্রস্তুত অবস্থায় পাইয়াছে। খ্রীষ্ট যখন আসিবেন তখন এইরূপ হইবে কৃষকেরা, বণিকেরা, আইনজ্ঞেরা শিল্প পতিরা, কার্য্যে ব্যবসায় মগ্ন থাকিবে, এবং প্রভূর দিন তাহাদের উপর ফাঁদের ন্যায় আসিবে। - RH March 10, 1904. LDEBeng 164.6
যখন পুরোহিতগণ, কৃষকগণ, ব্যবসায়ীগণ, আইনবিদগণ, মহলোকেরা ও স্বঘোষিত সলোকেরা ‘শান্তি ও নিরাপত্তা” বলিয়া চিকার করিবে হঠা বিনাশ উপস্থিত হইবে। খ্রীষ্টের কথা বলিতে গিয়া লুক বলেন, যে ঈশ্বরের দিন ফাঁদের ন্যায় আসিয়া , হঠা পড়িবে একটি জন্তু অরণ্যে শিকারের-অন্বেষণে ঘুরঘুর করিতে থাকা কালে, দেখ, ব্যাধের লুকায়িত ফাঁদে সে আটকা পড়িয়া যায়। — 10MR266 (1876). LDEBeng 165.1
যখন লোকেরা আরামে, আমোদ প্রমোদে ও কেনা বেচায় ব্যস্ত থাকে, চোর তখন গোপনে উপস্থিত হয় । মনুষ্য পুত্রের আগমনের সময় ঐরূপ হইবে। — Letter 21, 1897 LDEBeng 165.2