যাহারা এখন ঈশ্বরের দাসগণের দ্বারা কথিত ঈশ্বরের বাক্য সমূহ সঠিক মূল্যয়ন, অধ্যয়ন ও একান্তভাবে বহুমূল্যজ্ঞান করিবেনা, পরে তাহাদের ভীষণ রোদন করিবার কারণ থাকিবে। আমি দেখিয়াছি দন্ডাজ্ঞা প্রদান রত সদাপ্রভূ, শেষ কালে পৃথিবীতে পরিভ্রমণ করিবেন, ভয়াবহ আঘাত সকল পতিত হইতে আরম্ভ করিবে। তখন যাহারা ঈশ্বরের বাক্য অবজ্ঞা করিয়াছে যাহারা তাহার লঘু মূল্যায়ন করিয়াছে তাহারা,“এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্য্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্য্যন্ত ভ্রমণ করিবে; তাহারা সদা প্রভূর বাক্যের অন্বেষণে ইতস্তত: দৌড়া দৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না “(আমোষ ৮:১২)। বাক্য শুনিবার নিমিত্ত দেশে একটি দুর্ভিক্ষ হইবে। — Ms 1,1857. LDEBeng 166.1