শেষ মহাযুদ্ধে দুইটি বৃহৎ বিপরীত শক্তি প্রকাশিত। একদিকে আকাশ মন্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা দন্ডায়মান। তাঁহার দলের সকলে তাঁহার সীলমোহর মুদ্রাঙ্ক বহন করে । তাহারা তাহার আজ্ঞাবহ । অপরদিকে যাহারা পথভ্রষ্টতা এবং বিদ্রোহ মনোনয়ন করিয়াছে । তাহাদের সহিত অন্ধকারের অধিপতি দন্ডায়মান। -7BC 982, 983 (1901). LDEBeng 177.1
আমাদের সম্মুখে একটি ভয়ানক সংঘর্ষ রহিয়াছে। আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধের নিকটবর্তী হইতেছি । যাহা নিয়ন্ত্রণে ধরিয়া রাখা হইতেছিল তাহা ছাড়িয়া দেওয়া হইবে। মঙ্গল দূত তাহার পক্ষ গুটাইতেছেন এবং পৃথিবীকে শয়তানের নিয়ন্ত্রণে দিয়া সিংহাসন হইতে নামিয়া যাইতে প্রস্তুত হইতেছেন। পরাক্রমশালী এবং অধিপতিগণ স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে তিক্ত বিদ্রোহরত। যাহারা তাঁহার সেবা করে তাহাদের প্রতি তাহার ঘৃণা পরিপূর্ণ, এবং শীঘ্র, অতি শীঘ্র ভাল এবং মন্দের মধ্যে শেষ মহাযুদ্ধ হইতে যাইতেছে । এই পৃথিবী শেষ প্রতিযোগিতার শেষ বিজয়ের দৃশ্যের যুদ্ধ ক্ষেত্র হইবে । এই স্থানে, যেখানে শয়তান এতদিন মনুষ্যদিগকে ঈশ্বরের বিরুদ্ধে পরিচালিত করিয়াছে, বিদ্রোহ চিরকালের নিমিত্ত দমন করা হইবে। - RH May 13, 1902. LDEBeng 177.2
পৃথিবীর সৈন্য বাহিনী যেরূপ যুদ্ধ করে, এই দুই বাহিনীও তদ্রূপ যুদ্ধে লিপ্ত রহিয়াছে এবং ইহাতে আধ্যাত্মিক বিবাদের বিষয়ে অনন্ত গন্তব্য নির্ভর করিতেছে। -PK176 9C. (1914). LDEBeng 177.3