ধার্মিকগণকে/সাধুগণকে হত্যা করিবার নিমিত্ত একটি আদেশ জারি করা হইয়াছে যাহা তাহাদিগকে মুক্তির নিমিত্ত দিবারাত্র ক্রন্দিত করিয়াছে। —EW 36, 37 (1851). LDEBeng 181.5
বাবিলরাজ নবৃখদৃনিৎসর যেরূপ একটি আদেশ জারি করিয়াছিলেন, যে যাহারা এই প্রতিমার সম্মুখে উপুড় হইয়া প্রণাম না করিবে তাহাদের সকলকে বধ করা হইবে, তদ্রুপ ঘোষণা দেওয়া হইবে যে যাহারা রবিবার বিধানকে সম্মান প্রদর্শন করিবে না, তাহাদের সকলকে কারাগারে আবদ্ধ এবং মৃত্যুদন্ডে দন্ডিত করা হইবে।---সকলে প্রকাশিত ত্রয়োদশ অধ্যায় সযত্নে পাঠ করুক, কারণ ইহা ক্ষুদ্র কি মহান সকল মানুষের সহিত সম্পর্ক বিশিষ্ট । — 14 MR 91 (1896). LDEBeng 182.1
ঈশ্বরের লোকদের উপরে সঙ্কটকাল প্রায় আসিয়া পড়িয়াছে। যাহারা সদাপ্রভুর শাব্বাথ পালন তাহাদের ক্রয় বিক্রয় নিষিদ্ধ করিবার আদেশ জারি হইবে, এবং তাহারা যদি সপ্তাহের প্রথম দিন শাব্বাথরূপে পালন না করে তাহাদিগকে শাস্তি, এমন কি মৃত্যুভয় দেখান হইবে। HP 344 (1908). LDEBeng 182.2
জগতে শক্তিসমূহ সম্মিলিতভাবে ঈশ্বরের আজ্ঞাসকলের বিরূদ্ধে যুদ্ধ করিবে এবং এই আদেশ জারি করিবে, “ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকলে” (প্রকা ১৩:১৬), মন্ডলীর রীতি অনুযায়ী ভ্রান্ত শাব্বাথ পালন করিবে, সকলে যাহারা সম্মতি প্রদানে অসম্মত হইবে তাহারা সাধারণ শাস্তি পাইবে এবং অবশেষে তাহাদের নিমিত্ত মৃত্যুদণ্ড ঘোষিত হইবে। - GC 604 (1911). LDEBeng 182.3
যাহারা চতুর্থ আজ্ঞার শাব্বাথকে পবিত্র বলিয়া মান্য করিবে বিশেষভাবে তাহাদের বিরূদ্ধে মনুষ্যদের ক্রোধ জাগাইয়া দেওয়া হইবে, এবং অবশেষে ইহাদিগকে মৃত্যুর যোগ্য বলিয়া বিশ্বজনীন আদেশ জারি করা হইবে। - PK 512 (c. 1914). LDEBeng 182.4