সঙ্কটকালে ভয় ও যন্ত্রণা সহ নিৰ্য্যাতন কালে যদি ঈশ্বরের লোকদের সম্মুখে কোন অস্বীকৃত পাপ উপস্থিত করা হয় তবে তাহারা অভিভূত হইয়া পড়িবে, হতাশা তাহাদিগের বিশ্বাস বিচ্ছিন্ন করিবে এবং তাহাদের মুক্তির নিমিত্ত ঈশ্বরের নিকট অনুরোধ করিবার মত আস্থা থাকিবেনা। যদিও তাহাদের অযোগ্যতা সম্পর্কে গভীর অনুভূতি রহিয়াছে, তথাপি তাহাদের প্রকাশ করিবার মত গুপ্ত পাপ নাই। তাহাদের পাপসকল ইতিপূর্বে বিচারের নিমিত্ত গিয়াছে, এবং তাহা মুছিয়া ফেলা হইয়াছে; এবং সেগুলি আর স্মরণে আনা যাইবে না। - GC 620 (1911). LDEBeng 185.4
তাহাদের পাপ সম্পর্কে ঈশ্বরের লোকদের গভীর অনুভূতি রহিয়াছে, তাহারা তাহাদের জীবন পুনরালোচনা করিলে তাহারা আশাহত হইবে। কিন্তু ঈশ্বরের দয়ার মহত্ত্বের, এবং তাহাদের নিজেদের আন্তরিক অনুতাপের বিষয় স্মরণ করিয়া অসহায় অনুতপ্ত পাপীর নিকট খ্রীষ্টের মাধ্যমে তাহারা তাঁহার প্রতিজ্ঞা সমূহের অনুরোধ করিবে। তাহাদের প্রার্থনার উত্তর তাৎক্ষণিক না হইলেও তাহাদের বিশ্বাস ব্যর্থ হইবে না। তাহারা ঈশ্বরের শক্তিকে আঁকড়াইয়া ধরিবে, যেমন যাকোব দূতকে ধরিয়াছিলেন, এবং তাহাদের অন্তরের কথা হইবে, “আপনি আমাকে আশীর্ব্বাদ না করিলে আপনাকে ছাড়িব না।” —PP 202 (1890). LDEBeng 185.5