খ্রীষ্ট তাঁহার লোকদের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিয়াছেন এবং তাহাদের পাপমোচন করিয়াছেন। তাঁহার প্রজাগণের সংখ্যা পূর্ণ হইয়াছে।--- LDEBeng 187.5
যখন তিনি ধর্মধাম পরিত্যাগ করেন, অন্ধকার পৃথিবী নিবাসীগণকে আচ্ছন্ন করে । সেই সময়ে ধার্মিক দিগকে পবিত্র ঈশ্বরের সম্মুখে একজন মধ্যস্থতাকারী বিহীন জীবন যাপন করিতে হইবে । GC 613, 614 (1911). LDEBeng 187.6
এই পরীক্ষার সময় সদাপ্রভু কী তাঁহার লোকদের ভুলিয়া যাইবে?....শত্রুগণ যদিও তাহাদিগকে কারাগারে নিক্ষেপ করিতে পারে কিন্তু কারাপ্রাচীর তাহাদের আত্মা ও খ্রীষ্টের মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন করিতে পারে না। একজন যিনি তাহাদের প্রতিটি দুর্বলতা প্রত্যক্ষ করেন, যিনি তাহাদের প্রতিটি পরীক্ষার সহিত পরিচিত, তিনি সকল পার্থিব শক্তির উর্দ্ধে, দূতগণ তাহাদের নির্জন কক্ষে আসিয়া স্বর্গীয় আলো ও শান্তি প্ৰদান করিবেন। কারাগার রাজপ্রাসাদে পরিণত হইবে, কারণ বিশ্বাসে ধনবানেরা তথায় বাস ১৮৮করে। ফিলিপীর কারাগারে মধ্য রাত্রিতে পৌল এবং শীল প্রসংসা সঙ্গীত ও প্রার্থনা করিতেছিলেন, তখনকার ন্যায় তাহাদের অন্ধকারাচ্ছন্ন কারাপ্রাচীর স্বর্গীয় আলোকে উদ্ভাসিত হইবে। - GC626, 627 (1911). LDEBeng 187.7
মনুষ্যগণ যদি স্বৰ্গীয় দর্শন দেখিতে পাইত, তবে দেখিতে পাইত যে, যাহারা খ্রীষ্টের ধৈর্য্যের বাক্য পালন করিয়াছে তাহাদের চতুর্দিকে শক্তিতে উৎকৃষ্টতর দূতগণের বাহিনী মোতায়েন করা রহিয়াছে। সহানুভূতিশীল কোমলতায় দূতগণ তাহাদের দূর্দশা দেখিয়াছেন ও তাহাদের প্রার্থনা শ্রবণ করিয়াছেন। তাহারা তাহাদিগকে তাহাদের ভয়ানক বিপদ হহতে ছিনাইয়া লইতে তাহাদের দলনেতার আদেশের অপেক্ষায় রহিয়াছেন।...প্রাণপ্রিয় ত্রাণকর্তা আমাদের প্রয়োজনের মূহূর্তেই সাহায্য প্রেরণ করিবেন । —GC 630, 633 (1911). LDEBeng 188.1
ঈশ্বরের লোকেরা, যখন স্বর্গীয় গৌরব এবং অতীতের উপর্যুপরি নির্যাতন মিশ্রিত হইবে, তখন যাহারা এই পৃথিবীতে জীবিত থাকিবে তাহাদের অভিজ্ঞতা সম্পর্কে কোন ধারণা দেওয়া অসম্ভব। তাহারা ঈশ্বরের সিংহাসন হইতে নির্গত জ্যোতিতে চলিবে। দূতগণের মারফ স্বর্গ এবং পৃথিবীর মধ্যে সর্বদা যোগাযোগ থাকিবে।... LDEBeng 188.2
আগত সঙ্কট কালের মধ্যে এরূপ একটি সঙ্কট কাল আসিবে যেরূপ জাতিগণের স্থিতিকাল অবধি হয় নাই-ঈশ্বরের মনোনীতগণ স্থির থাকিবে। শয়তান ও তাহার বাহিনী তাহাদের ধ্বংস করিতে পারিবে না, কারণ শক্তিতে উকৃষ্টতর-দূতগণ তাহাদের সুরক্ষা করিবেন। —9T 16,17 (1909). LDEBeng 188.3