যতক্ষণ শয়তান রাজত্ব করিবে আমাদিগকে আত্মদমন করিতে হইবে, প্রায়শ প্রলুব্ধ করে এরূপ পাপকে দমন করিতে হইবে, যতদিন জীবন থাকে থামিবার কোন স্থান থাকিবে না এরূপ কোন অবস্থান বিন্দু থাকিবে না, যে স্থানে পৌঁছিয়া আমরা বলিতে পারিব আমি পূর্ণ সিদ্ধি লাভ করিয়াছি। পবিত্রীকরণ জীবন ব্যাপী বাধ্যতার ফল। -AA 560, 561 (1911). LDEBeng 189.1
ঐন্দ্রিয়িক মনের সহিত যুদ্ধরত থাকিতে হইবে; এবং আমাদিগকে ঈশ্বরের অনুগ্রহের বিশুদ্ধকারক প্রভাব দ্বারা সাহায্যপ্রাপ্ত হইতে হইবে, যাহা মনকে উর্দ্ধ দিকে আকর্ষণ করিবে ও বিশুদ্ধ এবং পবিত্র বিষয়ের উপরে ধ্যান করিতে অভ্যস্ত করিবে। -2 T 479 (1870). LDEBeng 189.2
আমরা আমাদের নিজের মনে একটি অবাস্তব দুনিয়া সৃষ্টি করিতে পারি অথবা একটি আদর্শ মন্ডলী চিত্র অঙ্কিত করিতে পারি, যে স্থানে শয়তানের প্রলোভন কখনও মন্দতায় পরিচালিত করে না; কিন্তু সিদ্ধতা কেবল আমাদের কল্পনায় অবস্থান করে। -RH Aug. 8, 1893. LDEBeng 189.3
যখন মনুষ্যেরা পবিত্র মাংস দেহ প্রাপ্ত হইবে, তাহারা তখন এই পৃথিবীতে থাকিবে না, কিন্তু স্বর্গে নীত হইবে। এই জীবনে যখন পাপ ক্ষমা করা হয় তখন ইহার ফল এখনই সম্পূর্ণভাবে তিরহিত হয় না। তাঁহার আগমনের সময় খ্রীষ্ট” আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবে।” — 2 SM 33 (1901). LDEBeng 189.4