আমি যীশুর অতিশয় সৌন্দর্য্য ও গৌরব দেখিলাম । তাঁহার চেহারা মধ্যাহ্নের সূর্য্য অপেক্ষা অধিক উজ্জ্বল। তাঁহার পরিচ্ছদ শুভ্রতম শুভ্র হইতেও শুভ্রতর। আমি কি রুপে স্বর্গের গৌরব এবং সুন্দর দূতগণের গান ও দশ তন্ত্রী বীনা বাজাইবার বর্ণনা প্রদান করিব। — Letter, 1851. LDEBeng 202.5
আমি তথায় যে সকল চমৎকার বস্তু দেখিয়াছি তাহা বর্ণনা করিতে পারি না। আহা! আমি যদি কনানের ভাষায় কথা বলিতে পারিতাম, তাহা হইলে উত্তম পৃথিবীর মহিমা কিঞ্চিত ব্যক্ত করিতে পারিতাম। —EW19(1851). LDEBeng 202.6
স্বর্গের বর্ণনা দিবার চেষ্টায় ভাষা অতিশয় দূর্বল । আমার সম্মুখে দৃশ্যাবলী আসিতে থাকিলে আমি হতবিহবল হইয়া পড়িলাম। মহাসমারোহ এবং অত্যুৎকৃষ্ট মহিমায় বিভোর হইয়া আমি আমার কলম রাখিয়া চিকার করিয়া উঠিলাম, “ওহ, কি প্রেম! কি অপূর্ব প্রেম!” স্বর্গের বর্ণনা এবং ত্রাণকর্তার প্রেমের অতুলনীয় গভীরতা সর্বাপেক্ষা সমৃদ্ধ ভাষাও ব্যর্থ হইবে। —EW 289 (1858). LDEBeng 202.7
ধার্মিকগণের পুরস্কার বর্ণনা করিতে মনুষ্যদের ভাষা অপর্যাপ্ত। কেবল যাহারা দেখিবে তাহারাই তাহা জানিবে। ঈশ্বরের পরমদেশের মহিমা কোন সীমিত মন ধারণ করিতে পারে না। —GC 675 (1911). LDEBeng 203.1
আমরা যদি সেই স্বর্গীয় নগরীর দৃশ্য একবার দেখিতে পাইতাম, তাহা হইলে আমরা এই পৃথিবীতে আবার বসবাস করিতে চাহিতাম না। —ST April 8, 1889. LDEBeng 203.2