আদম যখন তাহার সৃষ্টিকর্তার হস্ত হইতে নির্মিত হয় তখন যে অভিজাত উচ্চতা এবং সুসামঞ্জস্য দেহী ছিল। বর্তমানে যাহারা পৃথিবীতে বাস করিতেছে সেই সকল লোক অপেক্ষা সে দ্বিগুণ দীর্ঘ ছিল এবং তাহা যথানুপাতসম্মত ছিল। তাহার আকৃতি নিখুঁত এবং সুন্দর ছিল। তাহার গাত্রবর্ণ গৌর বা পান্ডুবর্ণ ছিল না, কিন্তু লালিমামন্ডিত সুস্বাস্থ্যের আভা বিশিষ্ট উজ্জ্বল ছিল। হবা আদমের সমদীর্ঘ ছিল না। তাহার মস্তক আদমের স্কন্ধের অপেক্ষা কিঞ্চিৎ উচ্চ ছিল। সেও অভিজাত-দৈহিক সুসামঞ্জস্য নিখুঁত ও অতি সুন্দরী ছিল। —3SG 34 (1864). LDEBeng 206.3
নিষ্পাপ ফুলের কোন কৃত্রিম পোষাক ছিল না; দূতগণ যেরূপ তাহারাও সেইরূপ আচ্ছাদক জ্যোতি ও মহিমা দ্বারা আচ্ছাদিত ছিল। তাহারা যতদিন ঈশ্বরের বাধ্য ছিল এই উজ্জ্বল বস্ত্র তাহাদিগকে ততদিন অবিরত আবৃত করিয়া রাখিত। —PP45 (1890). LDEBeng 206.4