তুমি যদি স্বর্গে একজন সাধু হইতে ইচ্ছা কর, তোমাকে প্রথমে এই পৃথিবীতেই একজন সাধু হইতে হইবে। তুমি জীবনে যে সকল চারিত্রিক বৈশিষ্ট ধারণ করিতেছ, মৃত্যু বা পুররুত্থানে তাহা পরিবর্তিত হইবে না। তোমার গৃহে এবং সমাজে তুমি যে স্বাভাবিক প্রবণতা প্রদর্শন করিয়াছ তাহা লইয়াই তুমি কবর হইতে উঠিবে । যীশু তাঁহার আগমনের সময় চরিত্র পরিবর্তন করেন না। এখনই রূপান্তর কার্য্য সম্পন্ন হইতে হইবে। আমাদের দৈনন্দিন জীবন আমাদের গন্তব্য নির্ণয় করে। চরিত্রের অশুদ্ধতার নিমিত্ত অনুতপ্ত হইতে হইবে এবং খ্রীষ্টের অনুগ্রহে ইহার উপরে বিজয় লাভ করিতে হইবে। এবং পরিত্রাণের সুযোগ থাকিতে শুদ্ধরূপ চরিত্র গঠন করিতে হইবে যেন উপরস্থ বাসস্থানের নিমিত্ত আমরা যোগ্য হইতে পারি। — 13 MR 82 (1891). LDEBeng 208.4